তারাবিতে যাওয়ার পথে ধষর্ণের শিকার প্রতিবন্ধী কিশোরী
Published: 14th, March 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তারবারি নামাজ পড়তে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী এক কিশোরী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলেই অভিযুক্তদের আটক করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী পরিবারও থানায় এজহার দাখিল করেছেন। এরমধ্যে ওই এলাকারই নজরুল ইসলামের ছেলে মো.
সংশ্লিষ্টরা জানান, ১২ বছর বয়সী ওই বাকপ্রতিবন্ধী কিশোরী কাগমারি জামে মসজিদে তার চাচীর সঙ্গে তারাবির নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় তার চাচী মসজিদে ঢুকে গেলে সে বাহিরে থেকে যায়। এই সুযোগে সাখাওয়াতসহ তার তিন জন সহযোগী ওই কিশোরীকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ভুক্তভোগী কিশোরী বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। তার পরিবার এলাকার কিছু ব্যক্তিদের জানালে এই খবর জানাজানি হয়। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, “ওই মেয়েকে মসজিদের সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তদের সকালেই আটক করা হয়েছে। ইতিমধ্যে ওই মেয়ের পরিবারের পক্ষ থেকে থানায় এজহার দাখিল করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঢাকা/শিয়াম/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যৌন হেনস্তার অভিযোগ, মুখ খুললেন ‘৯৬’ তারকা বিজয়
বড় পর্দায় খলনায়ক হিসেবে পরিচিত দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতিকে এবার বাস্তবেও ভিলেন বানানোর চেষ্টা চলছে—এমনটাই দাবি করছেন তিনি নিজেই। সম্প্রতি রাম্যা মোহন নামের এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা ও আর্থিক লেনদেন ঘিরে গুরুতর অভিযোগ আনেন। তবে সেই পোস্ট এখন মুছে ফেলা হয়েছে। এত দিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন বিজয়।
‘ডেকান ক্রনিকল’-এর সঙ্গে এক আলাপচারিতায় বিজয় সেতুপতি জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। অভিনেতা বলেন, ‘যাঁরা আমাকে একটুও চেনেন, তাঁদের কাছে এই অভিযোগ নিছক হাস্যকর মনে হবে। আমি জানি আমি কে। এমন কুরুচিকর অভিযোগে বিচলিত হই না। তবে আমার পরিবার ও কাছের বন্ধুরা এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন। আমি তাঁদের আশ্বস্ত করেছি—চিন্তার কিছু নেই।’
সিনেমার দৃশ্যে বিজয় সেতুপতি। আইএমডিবি