১৫ মার্চ ভারতীয় অভিনেতা যীশু সেনগুপ্তের জন্মদিন। সম্প্রতি ভায়োলেন্স, অ্যাকশন ও রোম্যান্টিক ঘরানার ঢালিউড সিনেমা ‘বরবাদ’-এর টিজারে দেখা গেছে তাকে। টিজারে তাকে দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। যদিও এক ঝলক দেখা গেছে তাকে। যীশুর চরিত্র কেমন হবে সে বিষয়ে ধারণা করার অবকাশ রাখেননি পরিচালক। বহুদিন ধরেই শোনা যাচ্ছিলো বাংলাদেশের সিনেমায় কাজ করবেন যীশু। এবার সেই ধারণা সত্য হলো। বড় পর্দায় তাকে শাকিবের সঙ্গে দেখার ইচ্ছা পূরণ হবে বাংলা ভাষাভাষী সিনেমাপ্রেমীদের।
যীশুর ক্যারিয়ারের শুরুটা মোটেও ভালো ছিল না। সেকেন্ড রোলে কাজ করতে হয়েছে। অনেক সময় জিৎ, দেব, প্রসেনজিৎ যেসব সিনেমা ছেড়ে দিয়েছেন, সেগুলোতে কাজ করার সুযোগ পেয়েছেন। এখন তাকেই এখন বলা হয় ‘এক্সপেনসিভ অ্যাক্টর’।
ক্যারিয়ারের শুরু, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে একটি ভিডিও সাক্ষাৎকারে যীশু বলেন, ‘‘এখন আমার সময় একটু বেটার। লোকে আমার সিনেমা দেখছে, ভালো অভিনেতা বলছে। একটা সময আসবে যখন বলবে, ‘না না যীশুকে নিস না’। এমন একটা সময় আমার জীবনে আগে একবার এসেছিল। একটা সময় এসেছিল আমাকে বলা হতো যীশু ‘আনলাকি’। যেসব সিনেমাতে প্রোডিউসাররা দেব, জিৎ অথবা প্রসেনজিৎকে এফোর্ট করতে পারতো না, সেইসব সিনেমাতে আমাকে নেওয়া নিত। তারপর যীশু লাকি হয়ে গেল। যীশু ভালো অভিনেতা হয়ে গেল। এখন আমি সিনেমার হিরো হই কী ভিলেন হই, সেটা আমার কাছে ব্যাপার না। গল্পে আমার চরিত্র কী সেটাই আসল মনে করে কাজ করে যাচ্ছি। আমাকে যখন আনলাকি বলা হতো তখনও আমার কখনও মন খারাপ হয়নি, আমি আমার কাজটি করে গিয়েছি। একটা কথাই জানতাম আমাকে আমার কাজ করে যেতে হবে।’’
আরো পড়ুন:
‘ব্রেকিং নিউজ’ এ তটিনী
‘বিষাক্ত বকুলের গল্প’
এই অভিনেতা বলেন, ‘‘আমি প্রতি মুহূর্তে বাঁচি, ভবিষ্যদেত কী হবে জানি না। আরেকটি কথাও বিশ্বাস করি, যেখানে সম্মান থাকবে না সেখান থেকে সরে যাওয়াটাই ভালো। ’’
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আম র ক ক জ কর
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।