খুলনায় বিএনপি নেতা মনিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
Published: 16th, March 2025 GMT
খুলনা নগরীর সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনিরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও যৌন নির্যাতনের অভিযোগ করেছেন তারই ছোট ভাইয়ের স্ত্রী।
আজ রোববার খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানান, নির্যাতনের ঘটনায় তিনি আদালতে মামলার আবেদন করেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। কিন্তু সংস্থাটি এক মাসেও তদন্ত শুরু করেনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মনির ওই নারীর সৎ ভাশুর। সম্প্রতি তার স্ত্রী মারা গেছেন। এর পর মনিরের লোলুপ দৃষ্টি পড়ে। স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই সন্তান নিয়ে খুলনায় বসবাস করছেন তিনি। এ সুযোগে ভাশুর বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। রাজি না হওয়ায় হুমকি-ধমকিও দিয়েছেন।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি দুপুরে আমি গোসলের প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে তিনি আমার শোবার ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান। ধস্তাধস্তির একপর্যায়ে কিলঘুসি মেরে আহত করেন। আমার ছোট ছেলে এসে পড়লে তিনি পালিয়ে যান। ঘটনার পরপরই আমি সোনাডাঙ্গা থানায় দু’বার গেলেও পুলিশ মামলা নেয়নি।
তিনি আরও বলেন, পরে যৌথ বাহিনীর ক্যাম্পে গেলে তাদের পরামর্শে ১৯ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ দেই। মনিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী।
অভিযোগ অস্বীকার করে মনির জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী টিকটকার। স্বামীর অবর্তমানে টিকটক করে বেড়ানোয় পরিবারিকভাবে মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছিল। এ কাজে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে মিথ্যা অভিযোগ করেছে।
পিবিআই খুলনার পুলিশ সুপার মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর স্মৃতিবিজড়িত ভবন
২ / ৯ভবনটি পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা