ঈদে ফেসবুক লাইভ থেকে কেনাকাটার সুযোগ দিচ্ছে বিকাশ, ৫০০ টাকা পর্যন্ত ছাড়
Published: 18th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেসবুক লাইভ থেকে জনপ্রিয় সব ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ করে দিচ্ছে বিকাশ। ঈদ সামনে রেখে গ্রাহকের কেনাকাটা আরও সহজ করতে এ প্রচারণা শুরু করেছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ, বিকাশ ফর বিজনেস ও সংশ্লিষ্ট মার্চেন্টদের পেজ থেকে লাইভ চলাকালে গ্রাহকেরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাইয়ের মতো ব্র্যান্ড থেকে পণ্য কিনতে পারবেন।
এসব ব্র্যান্ডের পণ্য কিনে মার্চেন্টভেদে গ্রাহকেরা পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় বা ক্যাশব্যাকের সুযোগ। শুধু তা–ই নয়, এসব লাইভ অনুষ্ঠান থেকে গ্রাহকেরা বিভিন্ন ব্র্যান্ডের ঈদের পণ্য সম্পর্কেও ধারণা নিতে পারছেন।
বিকাশ জানিয়েছে, লাইভ চলাকালে গ্রাহকেরা সরাসরি মার্চেন্টদের ফেসবুক অথবা ওয়েবসাইট ভিজিট করে পণ্যের কার্যাদেশ দিতে পারেন। পাশাপাশি আউটলেট থেকে পণ্য কেনার ক্ষেত্রে বিকাশে অর্থ পরিশোধের সময় আর ওয়ান কুপন যোগ করে গ্রাহকেরা ৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় পেতে পারেন।
এই প্রচারণার অধীন প্রতিদিন এসব পেজে লাইভ সেশন হচ্ছে। এসব লাইভ সেশনের জনপ্রিয় উপস্থাপক ও প্রচারকেরা ব্র্যান্ডগুলোর ঈদসংগ্রহ তুলে ধরছেন।
গ্রাহকেরা আবার এসব লাইভ সেশন বিভিন্ন গ্রুপ, পেজ বা প্রোফাইলে শেয়ার করে উপহার জিতে নিতে পারেন। সবচেয়ে বেশি শেয়ারকারী বিজয়ী পাবেন মার্চেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। লাইভ চলাকালে বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। এ ছাড়া নির্দিষ্ট কিছু মার্চেন্টে গ্রাহক লাইভ শেয়ার করার স্ক্রিনশট দেখালে কেনাকাটায় বিশেষ ছাড় পাচ্ছেন।
বিকাশের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, দেশে ডিজিটাল পেমেন্টকে বা ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধ উৎসাহিত করতে বিকাশ কাজ করে যাচ্ছে। বর্তমানে বিকাশের প্রায় ১০ লাখ মার্চেন্ট আছেন, যাঁরা ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধে ভূমিকা রাখছেন। সাধারণ মানুষ ও এসব মার্চেন্টের ডিজিটাল অভ্যস্ততা বাড়ানোর অংশ হিসেবে এ প্রচারণা চালাচ্ছে বিকাশ।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গজারিয়ায় পরিবারকে জিম্মি করে অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট
মুন্সীগঞ্জের গজারিয়ার একটি বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকারসহ অর্ধলক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
রবিবার (২ নভেম্বর) মধ্যরাত ৩টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি দক্ষিণপাড়া এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের বাড়িতে ঘটনাটি ঘটে।
আরো পড়ুন:
ভাড়া নেওয়ার কথা বলে বাসায় ঢুকে গৃহবধূকে বেঁধে ডাকাতি
বগুড়ায় বৃদ্ধাকে খুন করে ডাকাতি: গ্রেপ্তার ৪, টাকা উদ্ধার
ভুক্তভোগী সাথী বেগম বলেন, “রাত ১টার দিকে একটি শব্দ পেয়ে আমার ঘুম ভাঙে। সে সময় বিষয়টি সেভাবে আমলে নেইনি। রাত ৩টার দিকে উঠে তাহাজ্জুতের নামাজ পড়তে বসলে জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে দুই যুবক। তারা প্রথমে আমাকে, পরে আমার ছেলে সাবিদকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আমাদের বিল্ডিংয়ের চারটি ফ্ল্যাটের প্রত্যেকটিতে একের পর এক লুট করতে থাকে। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই ডাকাতি।”
তিনি বলেন, “ডাকতরা নগদ ৩ লাখ টাকা, ৩২ ভরি স্বর্ণালংকার ও ৯টি মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় তারা আমাদের সবাইকে একটি রুমে আটকে রেখে বাহির থেকে তালা লাগিয়ে যায়।”
প্রত্যক্ষদর্শী সাবিদ বলেন, “জানালার গ্রিল কেটে রুমের ভেতরে প্রবেশ করে দুইজন। পরে ডাকাত দলের আরো ২২-২৩ জন সদস্য বাসার ভেতরে প্রবেশ করে। বাইরে আরো কয়েকজন পাহারায় ছিল। ডাকাত দলের অধিকাংশ সদস্যের মুখে মাস্ক ও গামছা ছিল। তারা অস্ত্রের মুখে আমাকে জিম্মি করে আমাকে দিয়েই অন্যান্য ফ্ল্যাটের দরজা খোলান। আমার চোখের সামনে একের পর এক রুমে ডাকাতি হয়।”
অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হক বলেন, “আমার তিন ছেলে দেশের বাহিরে থাকে। তাদের পাঠানো প্রায় ৩২ ভরি স্বর্ণালংকার, কয়েকদিন আগে ব্যাংক থেকে তোলা নগদ ৩ লাখ টাকা ও ৯টি মোবাইল সেট লুট করে নিয়ে গেছে ডাকাতরা। তারা আমাদের পরিবার সম্পর্কে অনেক কিছু জানত। কোন রুমে কী আছে, আমরা কবে ব্যাংক থেকে টাকা তুলেছি এমনকি বাসায় ওয়াইফাই বন্ধ সবই জানত। আমার ধারণা, স্থানীয় লোক এর সঙ্গে জড়িত। আমি থানায় লিখিত অভিযোগ দেব।”
ভুক্তভোগীর প্রতিবেশী লাক মিয়া বলেন, “আমরা ভোর ৫টার দিকে বিষয়টি প্রথমে বুঝতে পারি। পরবর্তীতে বাইরে থেকে লক করা রুম খুলে আমরা আটকে থাকা পরিবারের সদস্যদের উদ্ধার করি। তারপর বিষয়টি জানাজানি হয়।”
রবিবার (৩ নভেম্বর) গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, “সকাল ৬টার দিকে দিকে আমি ৯৯৯ থেকে একটি কল পেয়ে এ বিষয়ে জানতে পারি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।”
ঢাকা/রতন/মাসুদ