পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেসবুক লাইভ থেকে জনপ্রিয় সব ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ করে দিচ্ছে বিকাশ। ঈদ সামনে রেখে গ্রাহকের কেনাকাটা আরও সহজ করতে এ প্রচারণা শুরু করেছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, বিকাশের অফিশিয়াল ফেসবুক পেজ, বিকাশ ফর বিজনেস ও সংশ্লিষ্ট মার্চেন্টদের পেজ থেকে লাইভ চলাকালে গ্রাহকেরা লা রিভ, সারা লাইফস্টাইল, সেইলর, র নেশন, ফেব্রিলাইফ ও সেলাইয়ের মতো ব্র্যান্ড থেকে পণ্য কিনতে পারবেন।

এসব ব্র্যান্ডের পণ্য কিনে মার্চেন্টভেদে গ্রাহকেরা পেতে পারেন ৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় বা ক্যাশব্যাকের সুযোগ। শুধু তা–ই নয়, এসব লাইভ অনুষ্ঠান থেকে গ্রাহকেরা বিভিন্ন ব্র্যান্ডের ঈদের পণ্য সম্পর্কেও ধারণা নিতে পারছেন।

বিকাশ জানিয়েছে, লাইভ চলাকালে গ্রাহকেরা সরাসরি মার্চেন্টদের ফেসবুক অথবা ওয়েবসাইট ভিজিট করে পণ্যের কার্যাদেশ দিতে পারেন। পাশাপাশি আউটলেট থেকে পণ্য কেনার ক্ষেত্রে বিকাশে অর্থ পরিশোধের সময় আর ওয়ান কুপন যোগ করে গ্রাহকেরা ৫০০ টাকা পর্যন্ত মূল্যছাড় পেতে পারেন।

এই প্রচারণার অধীন প্রতিদিন এসব পেজে লাইভ সেশন হচ্ছে। এসব লাইভ সেশনের জনপ্রিয় উপস্থাপক ও প্রচারকেরা ব্র্যান্ডগুলোর ঈদসংগ্রহ তুলে ধরছেন।

গ্রাহকেরা আবার এসব লাইভ সেশন বিভিন্ন গ্রুপ, পেজ বা প্রোফাইলে শেয়ার করে উপহার জিতে নিতে পারেন। সবচেয়ে বেশি শেয়ারকারী বিজয়ী পাবেন মার্চেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার। লাইভ চলাকালে বিজয়ীর নাম ঘোষণা করা হচ্ছে। এ ছাড়া নির্দিষ্ট কিছু মার্চেন্টে গ্রাহক লাইভ শেয়ার করার স্ক্রিনশট দেখালে কেনাকাটায় বিশেষ ছাড় পাচ্ছেন।

বিকাশের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, দেশে ডিজিটাল পেমেন্টকে বা ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধ উৎসাহিত করতে বিকাশ কাজ করে যাচ্ছে। বর্তমানে বিকাশের প্রায় ১০ লাখ মার্চেন্ট আছেন, যাঁরা ডিজিটাল পদ্ধতিতে অর্থ পরিশোধে ভূমিকা রাখছেন। সাধারণ মানুষ ও এসব মার্চেন্টের ডিজিটাল অভ্যস্ততা বাড়ানোর অংশ হিসেবে এ প্রচারণা চালাচ্ছে বিকাশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ র হক র ফ সব ক

এছাড়াও পড়ুন:

অজিতের পারিশ্রমিক ২৪১ কোটি টাকা!

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা অজিত কুমার। ভক্তদের কাছে তিনি থালা অজিত নামেই পরিচিত। গত ১০ এপ্রিল মুক্তি পায় তার অভিনীত ‘গুড ব্যাড আগলি’ সিনেমা। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। এরই মাঝে গুঞ্জন উড়ছে, পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন অজিত।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, অজিত কুমারের পরবর্তী সিনেমা ‘একে৬৪’। এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি। গুঞ্জন অনুযায়ী, এ সিনেমার জন্য অজিত কুমার তার পারিশ্রমিক ১৫০ কোটি রুপি থেকে বাড়িয়ে ১৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২০৭-২৪১ কোটি টাকার বেশি) করতে পারেন। 

আরো পড়ুন:

মুক্তির আগেই কত টাকা আয় করল ‘কানতারা টু’?

আমি খুব কেঁদেছিলাম: মোহিনী

অজিত কুমার মনে করেন—‘সাধারণ গল্পের সিনেমাকেও রাজকীয়ভাবে উপস্থাপন করা উচিত।’ এই কারণে, সিনেমাটির বাজেট সম্ভবত ৩০০ থেকে ৪০০ কোটি রুপির মধ্যে হতে পারে। তবে অজিতের টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

‘গুড ব্যাড আগলি’ সিনেমা নির্মাণ করেন পরিচালক আধিক রবিচন্দ্রন। ‘একে৬৪’ সিনেমাও তারই নির্মাণের কথা রয়েছে। রেসিং সিজনের বিরতিতে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। কারণ অজিত কুমার তখন তার সিনেমার দিকেই সম্পূর্ণ মনোযোগ দেবেন। শোনা যাচ্ছে, এই সিনেমা সব ধরণের দর্শকদের কথা মাথায় রেখে তৈরি করা হবে, যেখানে ‘গুড ব্যাড আগলি’ কেবল অজিত ভক্তদের কেন্দ্র করে নির্মিত হয়েছিল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ