করোনাকালে গর্ভধারণ মা ও শিশুর জন্য খারাপ ছিল: গবেষণা
Published: 18th, March 2025 GMT
করোনা মহামারি গর্ভবতী নারীর শরীরে বিরূপ প্রভাব ফেলেছে। গবেষণায় দেখা গেছে, মহামারির মধ্যে গর্ভধারণ করেছেন এমন মায়েরা বেশি জন্ম দিয়েছেন অকালিক ও কম জন্মওজনের শিশু। এ ধরনের মায়েদের সন্তান বেশি হারে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়েছিল।
গর্ভবতী মায়েদের ওপর করোনা বা কোভিড–১৯ মহামারির প্রভাব নিয়ে এই গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা বিশ্ববিদ্যালয়ের আর্নল্ড স্কুল অব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। গত সপ্তাহে তাঁদের গবেষণা প্রবন্ধ এনালস অব এপিডেমিওলজিতে প্রকাশ করা হয়েছে।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুয়ান প্রদেশে নতুন করোনাভাইরাসে আক্রান্ত মানুষ শনাক্ত হয়। এর পরের ইতিহাস বিশ্ববাসীর জানা। মানুষ প্রস্তুত হওয়ার আগেই সারা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। দেখা দেয় মহামারি। করোনা মহামারি বা কোভিড–১৯ মহামারি নামে তা পরিচিতি পায়। স্বাস্থ্যের ওপর করোনার প্রভাব নিয়ে সারা বিশ্বে অসংখ্য গবেষণা হয়েছে। নতুন নতুন গবেষণার ফল প্রকাশ পাচ্ছে। ভবিষ্যতে আরও গবেষণা হবে। বাংলাদেশেও বেশ কিছু গবেষণা হয়েছে। বাংলাদেশে করোনায় আক্রান্ত মানুষ প্রথম শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।
যুক্তরাষ্ট্রের ওই গবেষকদের একজন অধ্যাপক শিয়াওমিং লি বলেন, তীব্র সংক্রমণে রোগ প্রতিরোধব্যবস্থায় পরিবর্তন আসার কারণে গর্ভবতী নারীরা ঝুঁকির মধ্যে পড়েন। মহামারির সময় আক্রান্ত গর্ভবতী নারীদের অনেকেরই সন্তান জন্ম দেওয়ার পর সমস্যা দেখা দিয়েছিল।
গবেষকেরা ২০২০ সালের ১ মার্চের আগে জন্ম দেওয়া মা ও সন্তান, মহামারির ঠিক আগে গর্ভধারণ করা ও মহামারির মধ্যে সন্তান জন্ম দেওয়া মা ও তাদের সন্তান এবং মহামারির মধ্যে গর্ভধারণ করা ও মহামারির মধ্যে সন্তান জন্ম দেওয়া মা ও তাদের সন্তানদের নিয়ে গবেষণা করেছেন। তারা ১ লাখ ৮৯ হাজার ৯৭ প্রসবের তথ্য পর্যালোচনা করেছেন। এত মা ও সন্তানের তথ্য তাঁরা পেয়েছেন হাসপাতালের স্বাস্থ্য রেকর্ড থেকে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, মহামারির মধ্যে গর্ভবতী মায়েরা অকালিক শিশু ও কম ওজনের শিশু বেশি জন্ম দিয়েছেন। মহামারির মধ্যে গর্ভবর্তী হওয়া মায়েদের সন্তানদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার হারও বেশি। মহামারির সময় মায়েরা শিশুদের বুকের দুধও কম খাইয়েছেন। এই গবেষণা থেকে শিক্ষা হচ্ছে যে গর্ভাবস্থায় সংক্রমণ হলে এবং সংক্রমণ তীব্র হলে এর বিরূপ প্রভাব পড়ে মায়ের ও নবজাতকের স্বাস্থ্যে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি’, শিক্ষার্থীরা পাবেন ২ ক্যাটাগরিতে
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোর নিয়মিত শিক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি শিক্ষাবৃত্তি ২০২৫’ নামের একটি শিক্ষাবৃত্তি। এর আওতায় আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও মেধাবী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এ বৃত্তির আবেদন শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে, বৃত্তির জন্য শিক্ষার্থীদের তালিকা পাঠাতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে দুই ধরনের শিক্ষার্থীকে বিবেচনায় নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর মধ্যে প্রথম ক্যাটাগরিতে পড়বেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী এবং দ্বিতীয় ক্যাটাগরিতে পড়বেন আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক, সুবিধাবঞ্চিত অথচ মেধাবী শিক্ষার্থীরা। এই বৃত্তি পেতে আবেদন করতে হবে কলেজের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পোর্টালে লগইন করে ‘শিক্ষাবৃত্তি তথ্যছক’ অপশনে গিয়ে তথ্য আপলোড করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে১ ঘণ্টা আগেশিক্ষাবৃত্তির জন্য স্নাতক (পাস), স্নাতক (সম্মান), মাস্টার্স প্রিলিমিনারি ও স্নাতকোত্তর কোর্সে অধ্যয়নরত যেসব নিয়মিত শিক্ষার্থী আবেদন করতে পারবেন, তাঁদের তালিকা নির্ধারণ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষ ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (পাস) তৃতীয় বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ ২০২২-২৩ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ, স্নাতক (সম্মান) চতুর্থ বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষ (তৃতীয় বর্ষের ফলাফলের ভিত্তিতে), মাস্টার্স প্রিলিমিনারি ২০২০-২১ শিক্ষাবর্ষ, স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষে (অনার্সের ফলাফলের ভিত্তিতে) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আরও পড়ুনকমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ, মাসে ৩ লাখ ৪৫ হাজার টাকার সঙ্গে নানা সুবিধা৪ ঘণ্টা আগেবিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীদের মনোনয়ন ও যাচাই-বাছাই কলেজ কর্তৃপক্ষের মাধ্যমেই সম্পন্ন হবে। প্রয়োজনীয় কাগজপত্র ও শিক্ষাবৃত্তির নিয়মাবলি ওয়েবসাইটের কলেজ পোর্টালের ‘শিক্ষাবৃত্তি’ অপশনে পাওয়া যাবে।
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘জুলাই শহিদ স্মৃতি শিক্ষাবৃত্তি’।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২২ ঘণ্টা আগে