রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক যুবককে আটক করে থানায় আনার সময় পুলিশের ওপর হামলা করেছেন স্থানীয়রা। তারা ওই যুবককে ছিনিয়ে নিয়ে ব্যাপক মারধর করেন। স্থানীয়দের হামলায় খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ অন্তত পাঁচ সদস্য আহত হন।

তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবকের নাম জান বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার মো.

হাসান সমকালকে জানান, যুবককে উদ্ধার করে গুরুতর অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এএসআই ইসমাইল হোসেন জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারধরের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে বিক্ষুব্ধরা পুলিশের গাড়িতে হামলা করে যুবককে ছিনিয়ে নেয়। তাকে রক্ষায় পুলিশের পাঁচ সদস্য আহত হন এবং বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: য বকক

এছাড়াও পড়ুন:

ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’

লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।

উপকরণ

ঠান্ডা পানি: ৫০০ মিলি

ভাজা শুকনা মরিচ: ২টি

লেবু: ১টি (রস করে নেওয়া)

সরিষার তেল: ১ টেবিল চামচ

রসুন কুচি: ১ চা চামচ

লবণ: স্বাদমতো

প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর  হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।

দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।

সূত্র: শিউলি কিচেন

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ