বৈজ্ঞানিক কল্পকাহিনিনির্ভর বিভিন্ন সিনেমা ও বইয়ে হরহামেশাই এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীদের দেখা মেলে। ভিনগ্রহের এসব প্রাণী কোথায় বাস করছে, তা নিয়ে জানতেও চান অনেকে। আর তাই ভিনগ্রহে কোনো প্রাণী বাস করে কি না, তা জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এ বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রিভারসাইডের একদল বিজ্ঞানী নতুন তথ্য জানিয়েছেন। তাঁদের মতে, ভিনগ্রহের প্রাণী বিভিন্ন গ্রহের গ্যাসের মধ্যে লুকিয়ে থাকতে পারে। এ বিষয়ে একটি গবেষণা ফলাফল দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারসে প্রকাশ করেছেন তাঁরা।

গবেষণার তথ্যমতে, দূরবর্তী বিভিন্ন গ্রহের গ্যাসে বহির্জাগতিক প্রাণী খুঁজে পাওয়া যেতে পারে। ভিন্ন ধরনের প্রাণ বা জীবন অনুসন্ধানের জন্য এত দিন বিভিন্ন গ্যাসকে তুলনামূলকভাবে অবহেলা করা হয়েছে। বিষয়টিকে মাথায় রেখে গ্যাসের মধ্যে প্রাণ অনুসন্ধান করতে আগ্রহী বিজ্ঞানীরা। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে এ পরীক্ষা সহজে ও দ্রুত করা যেতে পারে।

নতুন এ গবেষণার বিষয়ে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় রিভারসাইডের বিজ্ঞানী এডি শোয়েটারম্যান বলেন, পৃথিবীর মতো গ্রহের বিপরীতে বায়ুমণ্ডলীয় শব্দ ও টেলিস্কোপের সীমাবদ্ধতার কারণে জৈব স্বাক্ষর শনাক্ত করা কঠিন। সেখানে হাইসিয়ান গ্রহ অনেক পরিষ্কার সংকেত দেয়। আমরা জানি না গ্যাসগুলো দেখতে কেমন হবে। আমরা আগে যা দেখেছি তার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। সেখানে কোনো প্রাণী যদি আমরা খুঁজে পাই তাহলে সেগুলো অক্সিজেনবিহীন বা অ্যানেরোবিক হবে। তারা খুবই ভিন্ন ধরনের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছে। আমরা আসলেই ধারণা করতে পারি না তারা দেখতে কেমন।

বিভিন্ন গ্রহের চারপাশে থাকা গ্যাসকে মিথাইল হ্যালাইড বলা হয়। এসব হ্যালোজেন পরমাণুর সঙ্গে সংযুক্ত কার্বন ও হাইড্রোজেন পরমাণু দ্বারা গঠিত হয়। এসব গ্যাস অবশ্য পৃথিবী থেকে সহজে শনাক্ত করা সম্ভব হয় না। জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আবছাভাবে এসব গ্যাস দেখা যায়।  

সূত্র: ইনডিপেনডেন্ট

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নায়িকা হতে আসিনি, তবে...

গুটি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন থেকে ওমর—সব সিনেমা-সিরিজেই প্রশংসিত হয়েছে আইমন শিমলার অভিনয়। অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী। ধূসর চরিত্রেও তিনি সাবলীল, অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা। তবে একটা কিন্তু আছে। এখন পর্যন্ত তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলোর সবই চাটগাঁইয়া। শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে, একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনাজানা ছিল সীমিত। এক সিরিজে তাঁর চাটগাঁইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাঁকে চাটগাঁইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা।

এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল। শিমলা জানালেন, এ নিয়ে তাঁর নিজেরও অস্বস্তি আছে। চেষ্টা করছেন ‘চাটগাঁইয়া দুনিয়া’র বাইরে যেতে। সঙ্গে এ–ও জানিয়ে রাখলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল।

‘বেশির ভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে। তখন তো কিছু করার থাকে না। তবে যেসব কাজ করেছি, সবই আলোচিত পরিচালক আর অভিনয়শিল্পীদের সঙ্গে; এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। শিহাব (শিহাব শাহীন) ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়া, রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে। এ ছাড়া (শহীদুজ্জামান) সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলব। সুড়ঙ্গ ও ওমর—দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন,’ বলছিলেন তিনি।

ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জংলিতেও আছেন শিমলা। এ ছবিতে অবশ্য তাঁর চরিত্রটি চাটগাঁইয়া ভাষায় কথা বলে না। সে জন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত। ‘মুক্তির পর থেকে সিনেমা তো বটেই, আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছি কিন্তু দুঃখের কথা, আমি নিজেই এখনো দেখতে পারিনি। ব্যক্তিগত ঝামেলা, শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই,’ বলছিলেন তিনি।

আইমন শিমলা

সম্পর্কিত নিবন্ধ