আড়াইহাজারে এক মটর মেকানিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল নগদসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে আড়াইহাজার থানা থেকে কিছু অদুরে আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড়া এলাকায় বাইদুল হক নামে এক ব্যাক্তির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। 

খবর পেয়ে রাতেই আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কাউকে আটক করতে পারেনি। রমজান মাসে একের পরএক বাড়ি-ঘরে ডাকাতির ঘটনা ঘটছে। এতে আতংক ছড়িয়ে পড়ছে উপজেলাজুড়ে। 

ভুক্তভোগী বাইদুল হক জানান, রাত আনুমানিক সোয়া ১টার দিকে মুখোশ পরিহিত ২৫-৩০ জনের একদল ডাকাত একতলা ভবনের কাঁঠের দরজার লাঠি মেরে ভেঙে ফেলে। পরে দুস্কৃতিকারীরা কক্ষের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রীর পড়নের ওড়না ছিঁড়ে হাত-পা বেঁধে ফেলে।

এসময় প্রতিবাদ করায় তার মুখে বালিশ চাপা দেয়া হয়েছে। এক পর্যায়ে আলমারী তছনছ করে ২ লাখ ৩০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ‘আমাদের বাড়িতে অতীতে কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি। রমজান মাসে এমন ঘটনা মানা যায়না।’

এদিকে স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে রমজান মাসে মানুষ একটু শান্তিমত এবাদত করতে পারছেনা। দিনের বেলা রাস্তা-ঘাটে চুরি ছিনতাই। আর রাতে বসত বাড়িতে ডাকাতি। প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতির ঘটনা ঘটছে।

ঘুমন্ত মানুষের ওপর হামলা চালিয়ে লুট করছে। কিন্তু পুলিশ এগুলো থামাতে পারছেনা। রাতে এলাকাবাসীর এখন থেকে যানমালের নিরাপত্তায় পাহাড়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে কাউকে আটক করতে পারেনি। তিনি বলেন, তবে দ্রুত সময়ের মধ্যে দুস্কৃতিকারীদের গ্রেপ্তারে পুলিশ সক্ষম হবেন। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ড ক ত র ঘটন

এছাড়াও পড়ুন:

ম্যাচ রেফারি পাইক্রফ্ট ক্ষমা চাওয়ার পরই খেলতে রাজি হয়েছিল পাকিস্তান

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে টসের আগ পর্যন্ত দারুণ নাটকীয়তায় ঘেরা ছিল পাকিস্তানের ড্রেসিং রুম। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে দায়িত্ব থেকে সরানোর দাবি তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে আইসিসি সে দাবি আমলে নেয়নি। শেষ পর্যন্ত নিজের ভুল স্বীকার করে পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা ও দলের ম্যানেজারের কাছে ক্ষমা চান পাইক্রফ্ট। এরপরই মাঠে নামতে রাজি হয় পাকিস্তান দল।

ঘটনার সূত্রপাত ১৪ সেপ্টেম্বরের ভারত-পাকিস্তান ম্যাচ থেকে। টসের সময় দুই অধিনায়কের করমর্দন হয়নি। আরও বড় বিতর্ক তৈরি হয় ম্যাচ শেষে। জয়ী ভারতের ক্রিকেটাররা করমর্দন এড়িয়ে দ্রুত ড্রেসিং রুমে ফিরে যান। সালমান আলী আগার নেতৃত্বে পাকিস্তানের খেলোয়াড়রা দাঁড়িয়ে অপেক্ষা করলেও সূর্যকুমার যাদব, শিভাম দুবেসহ পুরো ভারতীয় দল সেই শিষ্টাচার মানেনি।

আরো পড়ুন:

আজ মুখোমুখি শ্রীলঙ্কা-আফগানিস্তান, যে ম্যাচে ঝুলছে বাংলাদেশের ভাগ্য

আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান

এমন ঘটনার প্রতিবাদে পাকিস্তান অধিনায়ক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেন। পরে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানায় পিসিবি। তাদের দাবি ছিল, ম্যাচ রেফারি পাইক্রফ্ট ইচ্ছাকৃতভাবেই দুই অধিনায়কের হাত মেলানো আটকান, যা আইসিসির আচরণবিধি ও ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী।

যদিও আইসিসির ব্যাখ্যা ছিল ভিন্ন। তারা জানায়, এসিসির কর্মকর্তাদের নির্দেশেই কাজ করেছেন পাইক্রফ্ট। কিন্তু পাকিস্তান নড়েচড়ে বসে। এমনকি জানিয়ে দেয়, পাইক্রফ্ট দায়িত্বে থাকলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে না তারা। এই হুমকির কারণে ম্যাচের শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় আয়োজকরা।

লাহোরে রমিজ রাজা, নাজাম শেঠিসহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পরে সমঝোতার পথ খোঁজা হয়। অবশেষে পাইক্রফ্ট স্বীকার করেন, ভুল বোঝাবুঝির কারণেই পরিস্থিতি এতদূর গড়ায়, এবং তিনি পাকিস্তান অধিনায়ক ও ম্যানেজারের কাছে ক্ষমা চান। তাতেই সন্তুষ্ট হয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয় পাকিস্তান দল।

বুধবার রাতে ‘এ’ গ্রুপে নিজেদের সেই শেষ ম্যাচে আরব আমিরাতকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে সুপার ফোরে ভারতের সঙ্গী হয় সালমান-শাহীনরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করে ৯ উইকেটে ১৪৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১০৫ রানেই গুটিয়ে যায় আরব আমিরাত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ