দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ার একটি মসজিদে হামলার সময় সন্ত্রাসীরা কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ১৩ জনকে গুরুতর আহত করেছে। শুক্রবার নাইজার, বুরকিনা ফাসো এবং মালির ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত ফোম্বিতা গ্রামে জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। এই অঞ্চলটি পশ্চিম আফ্রিকার জিহাদি বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত, যা আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত।
শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন ইআইজিএস গ্রুপকে দায়ী করেছে।
এতে বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা একটি মসজিদ ঘিরে ফেলে এবং ‘নিষ্ঠুরর হত্যাকাণ্ড’ চালায়।
মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা পিছু হটার আগে একটি বাজার এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাস্থলে মোতায়েন করা সেনাদের প্রাথমিক হিসাব অনুযায়ী ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত