দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাইজেরিয়ার একটি মসজিদে হামলার সময় সন্ত্রাসীরা কমপক্ষে ৪৪ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ১৩ জনকে গুরুতর আহত করেছে। শুক্রবার নাইজার, বুরকিনা ফাসো এবং মালির ত্রি-সীমান্ত অঞ্চলের কাছে অবস্থিত ফোম্বিতা গ্রামে জুমার নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। এই অঞ্চলটি পশ্চিম আফ্রিকার জিহাদি বিদ্রোহের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত, যা আল কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে যুক্ত।
শুক্রবার রাতে এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার জন্য ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন ইআইজিএস গ্রুপকে দায়ী করেছে।
এতে বলা হয়েছে, সশস্ত্র সন্ত্রাসীরা একটি মসজিদ ঘিরে ফেলে এবং ‘নিষ্ঠুরর হত্যাকাণ্ড’ চালায়।
মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা পিছু হটার আগে একটি বাজার এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।
ঘটনাস্থলে মোতায়েন করা সেনাদের প্রাথমিক হিসাব অনুযায়ী ৪৪ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৩ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কনসার্টের জন্য কত পারিশ্রমিক নেন অরিজিৎ
তাঁর সংগীতের সফর শুরু হয়েছিল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে। আজ সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। মাত্র ৩৮ বছর বয়সে অরিজিৎ সিং ভারতের অন্যতম আলোচিত শিল্পী। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি কনসার্টে গাওয়ার জন্য বেশি পারিশ্রমিক নেন। আসলে কত পারিশ্রমিক নেন গায়ক?
সম্প্রতি সুরকার মন্টি শর্মা পিংকভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অরিজিতের পারিশ্রমিক নিয়ে। তিনি বলেন, ‘একটা সময় পরে অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে গোটা একটা গান আমরা দুই লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে গোটা অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত। তারপর ধীরে ধীরে গানপ্রতি নিজের জন্য ৩৫ হাজার রুপি নিতে থাকলাম।’
এরপরই অরিজিতের প্রসঙ্গ টেনে আনেন তিনি। মন্টি বলেন, ‘অরিজিৎ যখন আসত, তখন টানা ছয় ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য দুই কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে দুই কোটিই দিতে হবে। আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে। তাই এখন যদি ১৫-২০ লাখ টাকা দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ স্বত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলো এখন আয় করছে।’
আরও পড়ুনযার গানে মুগ্ধ অরিজিৎ সিং, কে এই এনজেল নূর? ২৮ ফেব্রুয়ারি ২০২৫