আগের ম্যাচে গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে তাঁর মতো উদ্‌যাপন করে আলোচনায় এসেছিলেন ডেনমার্কের তরুণ স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ। তবে অপমান বা অসম্মান থেকে নয়, ইউনাইটেড ফরোয়ার্ড তাঁর ‘আইডল’ রোনালদোকেই অনুকরণ করেছিলেন সে দিন।

প্রতিপক্ষ খেলোয়াড়ের এই উদ্‌যাপনকে স্বাভাবিকভাবেই নিয়েছিলেন রোনালদো। পাশাপাশি একই উদ্‌যাপন হয়লুন্দের সামনে নিজেও করতে চাওয়ার কথা জানান পর্তুগিজ মহাতারকা। নাটকীয় এক লড়াইয়ে গতকাল রাতে নিজের সে কথা রেখেছেন রোনালদো। সেই একই উদ্‌যাপন হয়লুন্দকে ফিরিয়ে দিয়েছেন তিনি।

কথা রেখে নায়ক হয়ে ওঠার এই ম্যাচে খলনায়কও হতে পারতেন রোনালদো। ডেনমার্কের বিপক্ষে উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে ছিল পর্তুগাল। গতকাল লিসবনে দ্বিতীয় লেগের লড়াইয়ে ৬ষ্ঠ মিনিটে পেনাল্টিতে দলকে সমতায় ফেরানোর সুযোগ এসেছিল রোনালদোর সামনে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ‘সিআর সেভেন’।

পেনাল্টি মিস করে হতাশায় ভাসান সবাইকে। তবে পর্তুগাল যখন দুই লেগ মিলিয়ে ২-১ গোলে পিছিয়ে, তখনই নিজের দায় শোধ করেন রোনালদো। ম্যাচের ৭২ মিনিটে তাঁর দারুণ এক গোলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে সমতায় ফেরে পর্তুগাল। আর ক্যারিয়ারের ৯২৯তম গোলটির পরই হয়লুন্দকে জবাব দেন ‘সিউ’ উদ্‌যাপনে।

আরও পড়ুনভক্তের মুখের ওপর উদ্‌যাপন করতে চান রোনালদো ১২ ঘণ্টা আগে

রোনালদোর গোল ও উদ্‌যাপনেই অবশ্য শেষ হয়ে যায়নি সব নাটকীয়তা। বরং শেষ দিকে রীতিমতো থ্রিলারে পরিণত হয় এই লড়াই। যেখানে শেষ পর্যন্ত পর্তুগাল ম্যাচ জিতেছে ৫-২ গোলে (দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে)।

লিসবনে রোনালদোর পেনাল্টি মিসের পর ৩৮ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় পর্তুগাল। এই গোলের পর দুই লেগ মিলিয়ে ১-১ সমতা আসে লড়াইয়ে। এরপর ৫৬ মিনিটে ডেনমার্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রাসমুস ক্রিস্টিনসেন। যা পর্তুগালের পক্ষে সমতায় নেন রোনালদো।

গোলের পর রোনালদো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ত গ ল

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ