শিলংয়ের ডাগ আউটে আজ দুই স্প্যানিশের লড়াই
Published: 25th, March 2025 GMT
সংবাদ সম্মেলনের প্রথম পর্ব শেষ। তখনই অন্যরকম একটা মুহূর্ত গতকাল দেখা গেল শিলংয়ের পাঁচতারকা হোটেলে। ভারতের কোচ মানোলো মার্কুইজের সঙ্গে আলিঙ্গন করেন বাংলাদেশ কোচ ক্যাবরেরা। ভারত লড়াইয়ের অন্য লড়াই হতে যাচ্ছে ডাগআউটে। মস্তিষ্কের লড়াইয়ে মানোলো ও ক্যাবরেরা; দু’জনের জন্মই স্পেনে।
ভারতের কোচ মানোলো মার্কুইজের বেড়ে ওঠা বার্সেলোনায়। আর বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার বেড়ে ওঠা মাদ্রিদে। স্পেনের ফুটবলে দুটি ক্লাবই একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী। আজ বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাই পর্বের ডাগআউটে দৃষ্টি থাকবে দুই কোচের দিকে। অভিজ্ঞতায় ক্যাবরেরার চেয়ে অনেক এগিয়ে ভারতের মানোলো। স্পেনের দ্বিতীয় স্তরের ক্লাবকে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তাঁর। এর বাইরে আইএসএলে ভারতের ক্লাব গোয়ার ম্যানেজার ছিলেন মানোলো।
কোচ ক্যাবরেরার কোচিং অভিজ্ঞতা বলতে বাংলাদেশ দল। সাড়ে তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এই প্রথম ভারতের বিপক্ষে ডাগআউটে দাঁড়াবেন ক্যাবরেরা। যেখানে তাঁর প্রতিপক্ষ স্বদেশি মানোলো।
প্রতিপক্ষ দলের কোচ প্রসঙ্গে এভাবেই কথা বলেন ক্যাবরেরা, ‘তাঁর মতো কোচের বিপক্ষে দাঁড়ানোটা আমার জন্য ভালোলাগা কাজ করছে। আমি মনে করি, আগামীকাল (আজ) সবার জন্য একটা খুব উপভোগ্য ম্যাচ হতে চলেছে।’
ভারতের কোচ মানোলোর কথাতেও উঠে এসেছে ক্যাবরেরার নাম, ‘এটা ঠিক আমরা এমন দুই শহরে জন্ম নিয়েছি, যে দুটি দলের (বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ) লড়াই সবাই জানে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক য বর র র
এছাড়াও পড়ুন:
পল্লী বিদ্যুতের সাব-স্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাব-স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাব-স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করে।
উদ্ধারের সময় ওই ব্যক্তির পরনে কালো চেক শার্ট, জিন্স প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা ছিল।
আরো পড়ুন:
খালে ভাসছিল যুবকের লাশ
ঝলসানো যুবকের মরদেহ মিলল নদীর পাশের জঙ্গলে
দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, ‘‘ধারণা করছি, সাব-স্টেশনের ভেতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কিছু তার চুরিও হয়েছে। পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।’’
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, ‘‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি চুরি করতে গিয়েছিলেন কিনা সেটা তদন্তের পরে বলা যাবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব