দলবদ্ধ ‘ধর্ষণে’ মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে স্কুলছাত্রী
Published: 25th, March 2025 GMT
মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১৮) ঘরে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মেয়েটিকে জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে মেয়েটি। চিকিৎসকেরা তাকে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।
চিকিৎসকেরা বলছেন, আটকে রেখে একাধিকবার ধর্ষণ ও ভয়ভীতির কারণে মেয়েটি মানসিক বিকারগ্রস্ত হতে পারে। এমন অবস্থায় যে কেউ মানসিক ভারসাম্যও হারিয়ে ফেলতে পারেন। ভুক্তভোগী মেয়েটি আঘাত সহ্য করতে না পেরে হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।
মেয়েটির বাবা নেই। স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। মেয়েটির চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় স্বজনেরা। এ ঘটনায় মেয়েটির ভাই বাদী হয়ে বোনকে অপহরণ করে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন। মামলায় উপজেলার একটি গ্রামের বাসিন্দা তিন ভাই হৃদয় হোসেন (২৫), জসিম উদ্দিন (৩৩) ও সুজন মিয়াকে (৩০) আসামি করা হয়েছে।
মামলায় সংক্ষিপ্ত এজাহারে বাদী উল্লেখ করেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করতেন হৃদয় হোসেন। হৃদয় বিবাহিত এবং সন্তান আছে। বোনকে উত্ত্যক্তের বিষয়ে বাদী হৃদয়ের বড় দুই ভাইকে জানালেও তাঁরা কর্ণপাত করেননি। ১৩ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে মেয়েটি ঘরের বাইরে গেলে হৃদয় হোসেন চেতনানাশক ওষুধ ছিটিয়ে তাকে অচেতন করে অজ্ঞাত স্থানের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। মেয়েটির জ্ঞান ফিরলে একটি কক্ষে দেখতে পেয়ে সে কান্নাকাটি শুরু করে। এ সময় মেয়েটির গলায় ছুরি ধরে ধর্ষণ করা হয় এবং মুঠোফোনে ধর্ষণের ভিডিও ধারণ করা হয়। ওই কক্ষ থেকে পালানোর চেষ্টা করলে হত্যা করে লাশ গুম এবং ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন হৃদয়। এভাবে প্রায় এক সপ্তাহ আটকে রেখে মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করা হয়।
১৯ মার্চ দুপুরে হৃদয়ের বড় ভাই জসিম মেয়েটির ভাইকে মুঠোফোনে কল করে বোনকে নিয়ে যেতে বলেন। এরপর হৃদয়দের বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনেরা। পরে চিকিৎসকদের পরামর্শে মেয়েটিকে জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার থানা-পুলিশকে জানালেও ‘আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে’ বলে কালক্ষেপণ করার অভিযোগ ওঠে। পরে গত রোববার আদালতে মামলার আবেদন করেন মেয়েটির ভাই।
বাদীপক্ষের আইনজীবী খন্দকার সুজন হোসেন বলেন, স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ আমলে নিয়ে শিবালয় থানা-পুলিশকে মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন আদালত। পরে আসামি হৃদয়কে গ্রেপ্তার করা হয়।
আজ দুপুরে শহরের ওই হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রসূতি ওয়ার্ডের আলাদা একটি কক্ষে মেয়েটিকে তালাবদ্ধ অবস্থা রাখা হয়েছে। মেয়েটির মা ও বোন কক্ষের বাইরে বসে আছেন। তাঁদের চোখেমুখে অসহায়ত্বের ছাপ। মেয়েটির মা বলেন, ‘আমার মেয়ের এত বড় সর্বনাশ করল। নির্যাতন সইতে না পাইর্যা মেয়েডা এহন পাগল হয়্যা গেছে। যারা আমার মেয়েরে নির্যাতন (ধর্ষণ) করছে, ওদের ফাঁসি চাই।’ এরপর কান্নায় ভেঙে পড়েন তিনি।
প্রসূতি ওয়ার্ডের কর্তব্যরত নার্সরা বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় মেয়েটি পাগলের মতো আচরণ করছে এবং অন্য রোগীদের সঙ্গে দুর্ব্যবহার করছে। এ কারণে মেয়েটিকে আলাদা একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছে।
প্রসূতির ওয়ার্ডের চিকিৎসক রুমা আক্তার বলেন, নির্যাতনের কারণে মেয়েটি মানসিক ভারসাম্য হারাতে পারে। মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা এখনো হয়নি। যেহেতু মামলা হয়েছে, কাজেই পুলিশই স্বাস্থ্য পরীক্ষার জন্য আবেদন করবে। এরপর পরীক্ষা করা হবে।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ভুক্তভোগীর বাবা মারা গেছেন প্রায় পাঁচ বছর আগে। পাঁচ বোন ও এক ভাইয়ের মধ্যে মেয়েটি সবার ছোট। পরিবারে উপার্জনের তেমন কেউ নেই। ভাই একটি কলেজে স্নাতকে পড়ার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তার আয়েই কোনোমতে চলে তাঁদের সংসার। মেয়েটির ভাই বলেন, ‘আমার বোন সুস্থ ছিল, লেখাপড়া করত। দলবদ্ধ ধর্ষণের কারণে বোন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি পড়াশোনার পাশাপাশি একটি এনজিওতে কাজ করে সংসার চালাই। এহন বোনের উন্নত চিকিৎসা করানো দুশ্চিন্তায় পড়েছি।’
সখীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুরে পল্লিচিকিৎসকের ওষুধের দোকানে চিকিৎসা নিতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই চিকিৎসকের নাম মঞ্জুরুল ইসলাম ওরফে মজনু (৫১)। তিনি উপজেলার মহানন্দপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলার একটি বাজারে একটি ফার্মেসি চালান। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ইফতারের পর ওই গৃহবধূ (৪২) পল্লিচিকিৎসক মঞ্জুরুল ইসলামের দোকানে যান। তিনি তারাবিহর নামাজের পর তাঁকে চিকিৎসা দেবেন বলে তাঁকে দোকানে বসতে বলেন। কিন্তু তারাবিহর নামাজে সময় লাগলেও তিনি খুব দ্রুত নামাজ শেষ করে চলে আসেন। দোকানে এসে শাটার নামিয়ে স্যালাইন পুশ করার নামে মুখ চেপে ধরে ওই গৃহবধূকে তিনি ধর্ষণ করেন।
গৃহবধূ বলেন, ‘ঘটনার পর অভিযুক্ত চিকিৎসক আমাকে নানাভাবে ভয়ভীতি দেখান। আমি শারীরিকভাবে অসুস্থ হলে পরিবারের কাছে বিষয়টি জানাই। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’ অভিযুক্ত পল্লিচিকিৎসকের পরিবার জানায়, মামলা হওয়ার খবর পেয়ে মঞ্জুরুল পালিয়ে গেছেন। তাঁকে চক্রান্ত করে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক র পর ক ষ র পর ম পর ব র গ হবধ র একট উপজ ল এ ঘটন অবস থ
এছাড়াও পড়ুন:
রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তাঁর আগের কাজে ফিরে যাবেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ভিডিও ফোনকলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা।
এ সময় তাঁরা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তাঁর নিজের।
অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’
ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ, বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশের এক সংকটময় সময়ে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।’ তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
কথোপকথনে আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত।’
অধ্যাপক ইউনূস জানান, তাঁর সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।’
এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। অধ্যাপক ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ—যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প—সম্পর্কেও অবহিত করেন।
আলোচনাকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।