নাগপুরে সংঘর্ষ: মামলার প্রধান আসামির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পৌর কর্তৃপক্ষ
Published: 25th, March 2025 GMT
ভারতের আবার বুলডোজার নীতির প্রয়োগ। এবার যোগী আদিত্যনাথের উত্তর প্রদেশ নয়, মহারাষ্ট্র রাজ্যে। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এক মুসলিম নেতার বাড়ি। মহারাষ্ট্রের নাগপুর পৌর করপোরেশন গত সোমবার বুলডোজার দিয়ে ওই ব্যক্তির বাড়ি গুঁড়িয়ে দেয়। অভিযোগ, তাঁর ছড়িয়ে দেওয়া গুজবে নাগপুরে সম্প্রতি সহিংসতা ছড়িয়ে পড়েছিল।
ছত্রপতি সাম্ভাজিনগর (সাবেক নাম আওরঙ্গবাদ) থেকে মোগল বাদশাহ আওরঙ্গজেবের সমাধি সরিয়ে নেওয়ার দাবিতে সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতৃত্বে উগ্র হিন্দুত্ববাদীরা বিক্ষোভ করেছিলেন। বিক্ষোভকারীরা পবিত্র কোরআন শরিফের আয়াত লেখা একটি ‘চাদর’ পুড়িয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। ফাহিম খান নামের ওই মুসলিম নেতা সেটা ছড়িয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এরপরই নাগপুরে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ওই ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় প্রধান আসামি ফাহিম খান। নাগপুর পৌর করপোরেশনের একটি দল সোমবার তাঁর বাড়িতে যায়। সেখানে বুলডোজার দিয়ে তাঁর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। করপোরেশনের দাবি, অবৈধভাবে এই বাড়ি করা হয়েছে। সরানোর জন্য বলা সত্ত্বেও তাঁরা বাড়ি সরিয়ে নেননি।
পিটিআইয়ের এক খবরে বলা হয়, ফাহিম মাইনরিটি ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা। ১৭ মার্চ ওই সহিংসতার ঘটনায় ফাহিমসহ প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ।
সূত্রের দাবি, কিছুদিন আগে নাগপুর পৌর করপোরেশন ফাহিম খানের কাছে একটি নোটিশ পাঠায়। যাতে বলা হয়, তাঁর ভবনের প্ল্যানে নানা ত্রুটি রয়েছে।
পিটিআইয়ের খবরে বলা হয়, ফাহিমের বাড়ি নাগপুর নগরের ইয়াশোধরা এলাকার সঞ্জয়বাগ কলোনিতে। বাড়িটি ফাহিম খানের স্ত্রীর নামে নিবন্ধিত।
এমডিপির নগরপ্রধান ফাহিম খান বর্তমানে কারাগারে রয়েছেন।
১৭ মার্চ নাগপুর শহরের মহল অঞ্চলে মোগল শাসক আওরঙ্গজেবের সমাধি সরানোর দাবিতে উগ্রবাদী বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতৃত্বে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা জমায়েত করেন। তাঁদের অভিযোগ, ১৬৫৮ থেকে ১৭০৭ সাল পর্যন্ত ভারতের শাসক আওরঙ্গজেব হিন্দুদের প্রতি বৈষম্য করেছেন এবং তাঁদের প্রার্থনালয়ে হামলা চালিয়েছেন। জমায়েতে সবুজ কাপড়ে ঢাকা আওরঙ্গজেবের কুশপুত্তিলকায় আগুন লাগানো হয়।
বিক্ষোভকারীরা পবিত্র কোরআন শরিফের আয়াত লেখা একটি ‘চাদর’ পুড়িয়েছেন বলে গুজব ছড়িয়ে পড়লে হিন্দু ও মুসলমানদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে জানমালের ক্ষয়ক্ষতি হয়।
মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনভিস গত শনিবার ঘোষণা দিয়েছেন, সহিংসতার সময় যেসব সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে, তা দাঙ্গাবাজদের কাছ থেকে আদায় করা হবে। তাঁরা জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষয়ক্ষতির টাকা আদায় করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প র কর
এছাড়াও পড়ুন:
৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।
১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।
আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।
প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি