হোয়াটসঅ্যাপে লিংকের প্রিভিউ দেখা না গেলে যা করতে হবে
Published: 26th, March 2025 GMT
হোয়াটসঅ্যাপের লিংক প্রিভিউ সুবিধা কাজে লাগিয়ে অন্যদের পাঠানো লিংকযুক্ত যেকোনো বার্তার প্রিভিউ দেখা যায়। অর্থাৎ ওয়েবসাইটের লিংকের সঙ্গে শিরোনাম ও ছবি দেখা যায়। ফলে ওয়েবসাইটে প্রবেশ না করেও লিংকে থাকা তথ্য সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। তবে কখনো কখনো হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ কাজ করে না। তখন অন্যদের পাঠানো ওয়েবসাইটের লিংকের প্রিভিউ দেখা যায় না, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ কাজ না করলে সেটি চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
হোয়াটসঅ্যাপে লিংক প্রিভিউ চালুর জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেন্যুতে ট্যাপ করার পর সেটিংস থেকে প্রাইভেসি অপশন নির্বাচন করতে হবে। এবার পরের পেজে স্ক্রল করে অ্যাডভান্সড অপশন নির্বাচন করতে হবে। এরপর ডিজঅ্যাবল লিংক প্রিভিউয়ের পাশে চালু থাকা টগলটি বন্ধ করলেই অন্যদের পাঠানো ওয়েবসাইটের লিংকের প্রিভিউ দেখা যাবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: হ য় টসঅ য প
এছাড়াও পড়ুন:
নাজমুলই থাকছেন টেস্ট অধিনায়ক
গত জুনে টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন নাজমুল হোসেন। এরপর বাংলাদেশ আর টেস্ট খেলেনি। মাঝে নানা ঘটনাপ্রবাহের পর সিদ্ধান্ত পাল্টেছেন নাজমুল, টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে যেতে রাজি হয়েছেন তিনি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের শেষ পর্যন্ত টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল।
২০২৩ সালে প্রথমবারের মতো টেস্ট দলের নেতৃত্ব পান নাজমুল। এখন পর্যন্ত তিনি ১৪টি টেস্ট ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধীনে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ওদেরই মাঠে দুটি টেস্ট জিতেছে। সব মিলিয়ে নাজমুলের নেতৃত্বে ৪ টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ, ড্র করেছে ১টি, হেরেছে ৯টি।
গত বছর তিন সংস্করণেই বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাজমুল। টি-টোয়েন্টিতে ব্যাট হাতে সময় ভালো না যাওয়ায় এ বছরের শুরুতে সেই সংস্করণের নেতৃত্ব থেকে নিজেই সরে যান। এরপর গত জুনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে হুট করেই নাজমুলকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার রেশ ধরে নাজমুল টেস্ট সংস্করণের অধিনায়কত্বও ছাড়ার ঘোষণা দিয়েছিলেন।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন