ঈদ ঘিরে নিরাপত্তাঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
Published: 30th, March 2025 GMT
পবিত্র ঈদুল ফিতর ঘিরে কোনো নিরাপত্তাঝুঁকি নেই বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, ‘আমরা সব সময় সতর্ক আছি। শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধঘোষিত যেসব দল আছে, তারা যেন কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না পারে, এ ব্যাপারে আমরা সতর্ক আছি।’
আজ রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত আয়োজনের সর্বশেষ প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে শেখ মো.
ডিএমপি কমিশনার বলেন, রমজান মাসে ঢাকাবাসী নিরাপদে ছিল। ছিনতাইয়ের মতো অপরাধ তাঁরা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। তাঁদের কাছে এ ধরনের ‘রিপোর্টেড ক্রাইম’ খুব কম ছিল। আজ রমজানের শেষ দিন। তাঁরা আশা করছেন, আজও সব ভালোভাবেই যাবে।
ঈদের জামাতের বিষয়ে ডিএমপি কমিশনার জানান, রাজধানীতে ১১১টি ঈদগাহ ও ১ হাজার ৫৭৭টি মসজিদে মোট ১ হাজার ৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদ ঘিরে সার্বিক নিরাপত্তায় ১৫ হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। তাঁদের সঙ্গে গোয়েন্দা পুলিশ (ডিবি), অ্যান্টিটেররিজম ইউনিট (এটিইউ), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) থাকবে। বাংলাদেশে সেনাবাহিনীও তাঁদের সহায়তায় থাকবে। সবাই মিলে সমন্বিতভাবে পুরো ঢাকায় নিরাপত্তাবলয় গড়ে তুলছেন তাঁরা।
জাতীয় ঈদগাহের জন্য পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, অপ্রকাশ্য অনেক নিরাপত্তাব্যবস্থাও নেওয়া হয়। যেগুলো নিরাপত্তার স্বার্থেই গোপন রাখা হয়।
শেখ মো. সাজ্জাত আলী জানান, জাতীয় ঈদগাহ ময়দানে ৩৫ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় ঈদগাহের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জ ত য় ঈদগ হ ড এমপ
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫