মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

রোববার প্রধান উপদেষ্টার নির্দেশে মিয়ানমারে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে জরুরিভিত্তিতে ত্রাণসামগ্রী হিসেবে ওষুধ, তাঁবু, শুকনা খাবার ও চিকিৎসা সেবাসহ রেসকিউ এবং মেডিকেল টিম পাঠানো হয়েছে।
 
রোববার দুপুর সাড়ে ১২টায় কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি থেকে বিমানবাহিনীর একটি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের একটি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরি ত্রাণসামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুনের উদ্দেশ্যে রওনা করেছে। 

যাত্রার প্রাক্কালে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। তারা মিয়ানমারে জরুরি সহায়তা প্রদানকারী দলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।

এর আগে গত শুক্রবার স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৭ দশমিক ৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে মিয়ানমারে এখন পর্যন্ত ১৬০০ মানুষের প্রাণহানি এবং ৩০০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা যায়।

মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে এ ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি, বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। 

বাংলাদেশ সরকার আগেই জানিয়েছিল, মিয়ানমারের ভূমিকম্প বিধ্বস্ত মানুষের সহায়তায় বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রতিবেশী দেশের মানবিক বিপর্যয়ে বাংলাদেশ মর্মাহত এবং তাদের সহায়তা প্রদানে বদ্ধপরিকর।

এদিকে, ত্রাণসামগ্রী পাঠানো ছাড়াও ভূমিকম্প কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রমের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ২০ সদস্যের একটি বিশেষজ্ঞ অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া চিকিৎসাসেবা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। মিয়ানমার সরকারের প্রয়োজন সাপেক্ষে পরবর্তী সময়ে এ উদ্ধারকারী এবং মেডিকেল দলগুলো পাঠানো হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছ, বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বাস করে, বাংলাদেশ সরকারের পাঠানো এ মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনতে সহায়ক ভূমিকা পালন করবে। আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী বৈশ্বিক যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী আত্মনিয়োগের জন্য অঙ্গীকারবদ্ধ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত র ণ ব তরণ ভ ম কম প ভ ম কম প র জন য র একট সরক র

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের আরব আমিরাত সফরের সূচি ঘোষণা

এ মাসে পাকিস্তান সফরে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল, তা আগেই জানা গিয়েছিল। আজ সেই সূচি চূড়ান্ত করে ফেলল আমিরাত ক্রিকেট বোর্ড।

আগামী ১৭ ও ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে টি–টোয়েন্টি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। অর্থাৎ, বাংলাদেশ সময় রাত ৯টায়।

আরব আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ, জিতেছে তিনটিতেই।

সম্পর্কিত নিবন্ধ