জয়পুরহাটে গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলার বর্ধিত সময় ও যাত্রাপালার অনুমতি বাতিল
Published: 4th, April 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ঐতিহ্যবাহী গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলার বর্ধিত সময় ও যাত্রাপালার অনুমতি বাতিল করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী এ বিষয়ে নির্দেশনা দেন।
এদিকে জেলা প্রশাসনের হঠাৎ এমন সিদ্ধান্তে মেলার আয়োজক কমিটি, যাত্রাপালার আয়োজক ও মেলায় আসা দোকানিরা বিড়ম্বনায় পড়েছেন।
জেলা প্রশাসকের নির্দেশনা পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা সুলতানা গতকাল মেলায় যান। তিনি মেলার দোকানপাট ও যাত্রার প্যান্ডেল অপসারণ করে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বলেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটার পর যাত্রার প্যান্ডেল অপসারণ করা হয়।
এ বিষয়ে মনিরা সুলতানা বলেন, ‘শর্ত সাপেক্ষে গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলার সময় বাড়ানো ও মেলায় যাত্রাপালার পরিচালনার অনুমতি পেয়েছিল। জননিরাপত্তা ও শর্তভঙ্গের কারণে জেলা প্রশাসক মেলার বর্ধিত সময় ও যাত্রার অনুমোদন বাতিল করেছেন। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। মেলার যাত্রার প্যান্ডেল অপসারণ করা হয়েছে। দোকানপাটও সরিয়ে নিতে বলা হয়েছে।’
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান পদাধিকার বলে গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলা কমিটির সভাপতি। তিনি বলেন, ‘মেলার বর্ধিত সময় ও যাত্রাপালার অনুমোদন বাতিল করেছে জেলা প্রশাসন। বর্ধিত সময়ে মেলা ভালোয় চলছিল। মেলায় কোনো আইনশৃঙ্খলার অবনতি এবং যাত্রাপালায়ও কোনো অশ্লীলতা হয়নি। তারপরও সময় থাকতে কেন অনুমোদন বাতিল করা হলো, তা জানি না।’
জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী প্রথম আলোকে বলেন, জননিরাপত্তা ও শর্তভঙ্গের কারণে গোপীনাথপুর দোলপূর্ণিমা মেলার বর্ধিত সময় ও যাত্রাপালার অনুমোদন বাতিল করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
টিভিতে আজকের খেলা
ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।
আরো পড়ুন:
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।
নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।
ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।
ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।
ঢাকা/আমিনুল