কুমিল্লার সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে গভীর রাতে হামলা
Published: 4th, April 2025 GMT
একাধিকবার হামলা ও হেনস্থার শিকার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ভূঁইয়া কানুর বাড়িতে ফের হামলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে জামায়াত-শিবিরের কর্মীরা তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালান বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই ও তার পরিবার।
বৃহস্পতিবার গভীর রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের বাড়ির দরজা ও জানালায় দেশীয় অস্ত্র দিয়ে কুপোয় হামলাকারীরা।
আরো পড়ুন:
নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা: আ.
সিলেটে ছাত্রলীগের মিছিলের পর দুই আ.লীগ নেতার বাসায় হামলা
হামলার ঘটনার বিষয়ে অবহিত চৌদ্দগ্রাম থানার হিলাল উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে তিনি নিজেই ফোর্সসহ ঘটনাস্থলে যান এবং সেখানে দরজায় বেশ কয়েকটি কোপের চিহ্ন পান। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
মুক্তিযোদ্ধা আব্দুল হাই বলেন, ঈদ উদযাপনের জন্য তিনি গ্রামে এসেছিলেন। রাত ১২টা ৫৫ মিনিটে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে করে আনুমানিক ২০ থেকে ২৫ জন অস্ত্রধারী তার বাড়িতে হামলা চালায়।
হামলাকারীরা জামায়াত-শিবির কর্মী বলে অভিযোগ করে তিনি বলেন, তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে দরজা, জানালা ও টিনের চালায় আঘাত করতে থাকে এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়।
আব্দুল হাইয়ের অভিযোগ, ভয়ে তার পরিবার চিৎকার করলেও আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি। পরে স্থানীয়রা চৌদ্দগ্রাম থানায় ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। পুলিশ আসার পর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
এই মুক্তিযোদ্ধার স্ত্রী রেহানা বেগম বলেন, “হামলাকারীরা এতটাই আতঙ্ক ছড়িয়েছিল যে, আমি আমার স্বামী ও নাতিদের জীবন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলাম। আমরা কেউই নিরাপদ নই।”
ওসি হিলাল উদ্দিন বলেন, “হামলাকারীরা মূলত এলাকা ছেড়ে পালিয়ে থাকে এবং সুযোগ বুঝে ফিরে এসে হামলা চালায়। এবারো তারা ঈদের ছুটিতে এসে হামলা করে গা ঢাকা দিয়েছে।”
অভিযোগের বিষয় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মো. মাহফুজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ।”
এর আগেও আব্দুল হাইয়ের ওপর একাধিকবার হামলা হয়েছে।
গত বছর ২২ ডিসেম্বর স্থানীয় জামায়াত কর্মী আবুল হাসেম মজুমদারের নেতৃত্বে ১০-১২ জন তাকে লাঞ্ছিত করে এবং জুতার মালা পরিয়ে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর তিনি পাশের জেলায় তার ছেলে বিপ্লবের বাড়িতে আশ্রয় নেন।
হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবিতে ২৪ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেন।
আবদুল হাইয় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ওই সংগঠনের কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সহসভাপতি।
জুতার মামলা পরিয়ে তাকে লাঞ্ছিত করার ঘটনায় ২৫ লাখ টাকা চাঁদা দাবি, জুতার মালা পরানোয় ১০০ কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগে ২৫ ডিসেম্বর আবদুল হাই থানায় মামলা করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছিল।
ওই ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছিল। তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান।
মামলার ১ ও ২ নম্বর আসামি জামায়াতের কর্মী আবুল হাশেম ও অহিদুর রহমানকে ওই ঘটনার পর জামায়াত থেকে বহিষ্কার করা হয়।
আসামিদের জামিনের পর জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা আব্দুল হাই গণমাধ্যমকে তার ও তার পরিবারের নিরাপত্তার অভাবের কথা বলেছিলেন।
আবদুল হাই তখনই আসামিদের এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো নিয়ে কথা বলেছিলেন। তিনি সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, আসামিদের আর ধরা হবে না। তিনি বিচারও পাবেন না।
অবশ্য নিরাপত্তার সেই শঙ্কাই সত্যি হলো; ৩ এপ্রিল রাতে আবার হামলার হলো আব্দুল হাইয়ের বাড়িতে।
ঢাকা/রুবেল/রাসেল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আবদ ল হ ই
এছাড়াও পড়ুন:
এই সরকারও আমলাতন্ত্রের চাপে!
চব্বিশের গণ-অভ্যুত্থান নতুন যে জন-আকাঙ্ক্ষা তৈরি করেছে, সেখানে নিশ্চিত করেই জনপ্রশাসন সংস্কারের প্রশ্নটি নাগরিকদের কেন্দ্রীয় একটি চাহিদা। কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতোই পদ ছাড়া পদোন্নতি দিচ্ছে, তাতে উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ নেই। কেননা, আগের সরকার কর্তৃত্ববাদী ও স্বৈরাচারী হয়ে উঠেছিল যে কয়টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে, তার অন্যতম আমলাতন্ত্র।
জনপ্রশাসনকে রাজনীতিকরণের বৃত্ত ভেঙে জনবান্ধব করার একটা বড় সুযোগ এনে দিয়েছিল অভ্যুত্থান। কিন্তু শুরু থেকেই অন্তর্বর্তী সরকার আমলাতন্ত্রের ওপর অতিনির্ভরশীল হয়ে ওঠায় সেই সুযোগ অনেকটাই হাতছাড়া হয়েছে। সরকারি কর্মকর্তাদের বিরোধিতার কারণে জনপ্রশাসন সংস্কার কমিশনের বড় কোনো সুপারিশ বাস্তবায়ন করতে পারেনি সরকার। অন্যদিকে বেতন বাড়াতে গঠন করা হয়েছে বেতন কমিশন। কিছু মুখকে সরিয়ে দেওয়া ছাড়া জনপ্রশাসনে সেই পুরোনো চর্চা অব্যাহত রয়েছে। বিশেষ করে পদ ছাড়া পদায়নের ক্ষেত্রে জনপ্রশাসনে যেভাবে আগের সরকারের চর্চার ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে, সেটা যারপরনাই দুঃখজনক।
প্রথম আলোর খবর জানাচ্ছে, উপসচিব স্তরে যেখানে আগে থেকেই পদের চেয়ে ৬০০ কর্মকর্তা বেশি রয়েছেন, সেখানে আগস্ট মাসে নতুন করে ২৬৮ জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অতিরিক্ত সচিব পদেও পদোন্নতির আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক সরকারের আমলে জনপ্রশাসনে হরেদরে পদোন্নতি দেওয়ার অনেক নজির আছে। এর কারণ একটাই, আমলাতন্ত্রকে তুষ্ট রাখা। অন্তর্বর্তী সরকার এই চর্চায় ছেদ ঘটাতে পারবে, সেটাই সবাই প্রত্যাশা করেছিল।
পরিহাসের বিষয় হচ্ছে, জনপ্রশাসনে পদ ছাড়া পদোন্নতি দেওয়ার পর বেশির ভাগ কর্মকর্তাকে আগের জায়গাতেই রেখে দেওয়া হয়। এর মানে হচ্ছে তাঁরা আগের দায়িত্বই পালন করেন, কিন্তু মাঝখান থেকে বেতন-ভাতা বাড়ে। উপসচিব পর্যায়ের কর্মকর্তারা তিন বছর চাকরি পাওয়ার পর বিনা সুদে গাড়ি কেনার জন্য ঋণসুবিধা পান। অন্তর্বর্তী সরকারের আমলে অবসরে যাওয়া সরকারি কর্মকর্তাদের যেভাবে পদোন্নতি দেওয়া হয়েছে, তার দৃষ্টান্তও খুব বেশি নেই। অবসরে যাওয়া প্রশাসন ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৬৪ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে ও অন্য ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।
জনপ্রশাসনের মেধাবী ও যোগ্য কর্মকর্তারা পদোন্নতি পেয়ে পরের ধাপে যাবেন, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু পদ না থাকার পরও কেন পদায়ন করা হবে? এ ক্ষেত্রে সরকারকে পর্যালোচনা করে দেখা প্রয়োজন, জনপ্রশাসনের বিভিন্ন স্তরে পদ বাড়ানো যায় কি না। আবার যেখানে এমনিতেই পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা বেশি, সেখানে অবসরে যাওয়া কর্মকর্তাদের নিয়োগ দেওয়া কতটা যৌক্তিক?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক ও জনপ্রশাসনবিশেষজ্ঞ সালাউদ্দিন এম আমিনুজ্জামান বলেছেন, জনপ্রশাসনে পদ ছাড়া পদোন্নতি দেওয়া যায় না। তবে বিশেষ ক্ষেত্রে মেধাবীদের পদোন্নতি দেওয়ার সুযোগ রয়েছে। এরপরও কেন এমন পদোন্নতি—সেই ব্যাখ্যায় তিনি বলেছেন, সরকার সম্ভবত আমলাতন্ত্রের চাপে রয়েছে। এই ধারণা শুধু তাঁর একার নয়, নাগরিক পরিসরের
বিস্তৃত একটি ধারণাও। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এর পরিষ্কার ব্যাখ্যা হাজির করা উচিত।
মাথাভারী আমলাতন্ত্র সরকারি সেবা নাগরিকের কাছে ঠিকভাবে পৌঁছানোর ক্ষেত্রে বড় একটা বাধা। অন্যদিকে সরকারকে এখানে বিশাল ব্যয়ের বোঝা বহন করতে হয়। ফলে মাঠ প্রশাসন থেকে শুরু করে সিনিয়র সচিব পর্যন্ত একটি সামঞ্জস্যপূর্ণ ও গতিশীল জনপ্রশাসনই সবাই প্রত্যাশা করে। জনপ্রশাসনের সব স্তরে পদোন্নতি রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতেই হতে হবে।