বিরোধের জেরে তরুণকে ডেকে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, আটক ১
Published: 4th, April 2025 GMT
নোয়াখালী সদর উপজেলায় ‘পূর্ববিরোধের জেরে’ সুজন মাহমুদ (২৭) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
সুজন উপজেলার চরমটুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রামানন্দি গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর। অন্যদিকে আটক যুবকের নাম রিমন (২৬)। তিনি সুবর্ণচর উপজেলার বাসিন্দা ও পেশায় ওয়ার্কশপের শ্রমিক।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, সুজনের সঙ্গে রিমনের আগে থেকেই বিরোধ ছিল। এর জেরে রিমন দুই সহযোগীকে নিয়ে গতকাল রাত ১০টার দিকে সুজনকে একটি ভবনের ছাদে ডেকে নেন। সেখানে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রিমন ও তাঁর সহযোগীরা সুজনকে গলায়, বুকে ও হাতে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা চালান। একপর্যায়ে সুজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন। এ সময় তাঁরা রিমনকে আটক করে পিটুনি দেন। আর সুজনকে চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী পূর্বশত্রুতার জেরে ওই তরুণকে ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছেন স্থানীয় বাসিন্দারা। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
জনগণের সরকারের দায়িত্ব খুব কঠিন ও চ্যালেঞ্জের: এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “খুব শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এমনটি আমাদের প্রত্যাশা। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে দায়িত্ব আরো বাড়বে এবং সেই দায়িত্ব খুবই কঠিন ও চ্যালেঞ্জের।”
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরের চরমটুয়া মাদরাসা জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ্যানি বলেন, “তরুণ প্রজন্ম মনে করে, ১৭ বছরের যে রাজনৈতিক ট্রেন চলে আসছে, সেটাই প্রকৃত (আসল) রাজনীতি। হানাহানি মারামারি করে রাজনৈতিক নেতা বনে যাবেন তেমনটি কিন্তু নয়। রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তন ঘটাতে হলে মন-মানসিকতার পরিবর্তন করে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হতে হবে। ১৭ বছরের রাজনৈতিক যে ট্রেন, ১৭ দিনে বা ১৭ মাসেই যে শেষ হয়ে যাবে তাও কিন্তু নয়।”
আরো পড়ুন:
শেখ হাসিনাকে দেশে ফিরে মামলা মোকাবিলার চ্যালেঞ্জ মির্জা ফখরুলের
ইশরাককে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
তিনি আরো বলেন, “নেতাকর্মীদের আরো ধৈর্য ধারণ করতে হবে। নেতাগিরি করতে হলে জনগণকে সম্মান ও সমীহ করতে হবে।
অনুষ্ঠানে চরমটুয়া আল আরাবিয়া দারুল উলুম মাদরাসার সভাপতি অ্যাডভোকেট এম. এন জামান সভাপতিত্ব করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রামের পাইলট হাউজের চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন। দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন আল মাদানী ও মোহতামিম মাওলানা আবু তাহের।
ঢাকা/জাহাঙ্গীর/মাসুদ