কাপাসিয়ায় ‘আপন-দুলাল’ নাটক মঞ্চায়ন আজ
Published: 5th, April 2025 GMT
মুসল্লিদের বাধায় স্থগিত ‘আপন-দুলাল’ নাটক আজ শনিবার বেলা ১১টায় মঞ্চায়ন হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আয়োজক মো. শামসুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, নাটক মঞ্চায়নের ব্যাপারে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাস্নীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরুল আমীন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক নাটক মঞ্চায়ন বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এ বিষয়ে রানীগঞ্জ বাজার মসজিদের সভাপতি ব্যবসায়ী মো.
রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম মো. আজিজুল হক তুষার জানান, অশ্লীলতামুক্ত নাটক মঞ্চস্থ হলে তাঁর আপত্তি থাকবে না।
কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, অশ্লীলতা ও মাদকমুক্ত পরিবেশে নাটক মঞ্চস্থ হলে তাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
ওসি মুহম্মদ আব্দুল বারিক জানান, নাটক মঞ্চস্থ করার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে।
ইউএনও তামান্না তাস্নীম জানান, নাটকটি সুষ্ঠু-সুন্দর পরিবেশে মঞ্চস্থ করার জন্য আয়োজককে সার্বিক সহযোগিতা করা হবে।
রাজনৈতিক বিরোধে নাটক মঞ্চায়ন বাতিল: পুলিশ
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির সিনিয়র ও জুনিয়র নেতাদের বিরোধের কারণে ‘আপন-দুলাল’ নাটকের মঞ্চায়ন বাতিল হয় বলে দাবি করেছে পুলিশ। গতকাল বাংলাদেশ পুলিশের ফেসবকু পেজে দেওয়া এক পোস্টে এমন দাবি করা হয়। এ ছাড়া গণমাধ্যমে ইমামের বক্তব্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জব্দ করা জাটকা এতিমখানায় বিতরণ, সেই মাছ লুট করলেন আড়তদারেরা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জব্দ করা ৭০ কেজি জাটকা দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছিল। তবে সেই মাছ লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন আড়তদারের বিরুদ্ধে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে মৎস্য কার্যালয়ের উদ্যোগে পরিচালিত জাটকা রক্ষার অভিযানে আমিরাবাদ ও দশানী বাজার থেকে ৭০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। পরে আমিরাবাদ এলাকায় জব্দ করা জাটকা উপজেলার হাজীপুর ও ফরাজীকান্দি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় কিছু দুস্থ মানুষকেও কিছু জাটকা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই জাটকা নিয়ে ওই দুই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কমিটির লোকজন সন্ধ্যায় আমিরাবাদের বেড়িবাঁধ এলাকায় পৌঁছান। তখন আমিরাবাদ বাজারের মাছের আড়তদার আবুল প্রধান, আরিফ গাজী, সেরু প্রধানিয়া, দেলু বেপারীসহ আরও কয়েকজন তাঁদের পথরোধ করেন এবং জাটকাগুলো লুট করে নিয়ে যান।
হাজীপুর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ও ফরাজীকান্দি মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন অভিযোগ করেন, মাছের ওই আড়তদারেরা তাঁদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে তাঁদের কাছ থেকে জাটকা লুট করে নিয়ে যান। বাধা দিয়েও কাজ হয়নি। বিষয়টি মৎস্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়েছেন।
এ অভিযোগের বিষয়ে আবুল প্রধান, আরিফ গাজী ও সেরু প্রধানিয়ার মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তবে দেলু ব্যাপারী মুঠোফোনে বলেন, জাটকা লুট করা তাঁদের উচিত হয়নি। ওই জাটকা আজ (বৃহস্পতিবার) তাঁরা ফেরত দেবেন। এটি তাঁদের বড় ভুল হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছেন। জাটকা উদ্ধারে ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে।
ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, অভিযোগ পাওয়ার পর জাটকা উদ্ধারে তিনি থানার ওসি ও মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। বিষয়টির তদন্ত চলছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতিমদের জাটকা লুট হওয়ার বিষয়টি খুব দুঃখজনক।