মাগুরার শ্রীপুরের আমতৈল গ্রামের বাসিন্দা শিল্পপতি জাহিদুল ইসলাম ও তার শিল্পপতি ভাইদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার ঈদের রাতের এ ঘটনায় মামলা হয়েছে।

আমতৈল গ্রামে অবস্থিত ‘স্টাইল স্মিথ স্যান এ্যাপারেলস্ লিমিটেডে’র স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম ও হারুক আহমেদ জানান, প্রতিবারের মতো এবারও তাদের ৬ ভাইয়ের একান্নবর্তী পবিবারের মধ্যে ৫ ভাইয়ের পরিবার ঈদে গ্রামে আসে। এরপর তারা গত কয়েকদিন ধরে এলাকাবাসীর মাঝে ৩০ থেকে ৪০ লাখ টাকা অর্থসহায়তাও করেছেন। ঈদের নামাজ শেষে তারা আমতৈল বাজারে সামাজিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎ গার্মেন্টস ফ্যাক্টরির অদূরে রাস্তার ওপর এলাকার দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে শুনে তারা কয়েকজন ওদিকে এগিয়ে যান। 

তারা আরও জানান, একপর্যায়ে দেখি, অর্ধশতাধিক মানুষ লাইট নিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানের দিক থেকে বাড়ির দিকে এগিয়ে আসছে। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। নিরুপায় হয়ে পেছনের গেট দিয়ে বাড়ি ঢুকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তারা। এতে ভীত হয়ে দৌঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

ইদ্রীস আলী জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। কিছু দেশীয় অস্ত্র বাগানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ইসরায়েলের সেনা ঘাঁটিতে হুতিদের হামলা

ইয়েমেনি বিদ্রোহীরা ইসরায়েলের হাইফা শহরের কাছে হামলা চালিয়েছে। শুক্রবার সকালে এ হামলা চালানো হয় বলে গোষ্ঠীটি জানিয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের একটি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র টেলিভিশনে এক বিবৃতিতে বলেছেন, তারা হাইফার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমানঘাঁটির দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী এর আগে জানিয়েছিল, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে হাইফা এবং শহরের আশেপাশের এলাকায় শত্রুপক্ষের বিমানের সাইরেন সক্রিয় করা হয়েছিল এবং ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছিল।

২০২৩ সালে ইসরায়েল গাজায় হামলা শুরু করার পর থেকে ফিলিস্তিবাসীর প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ওপর হামলা শুরু করে হুতিরা। তারা লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত বাণিজ্যিক জাহাজগুলোর ওপরও হামলা চালাচ্ছে। হুতিদের দমন করতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে হুতিরা সাফ জানিয়েছে, কোনো হামলাই তাদেরকে দমাতে পারবে না।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ