মাগুরার শ্রীপুরের আমতৈল গ্রামের বাসিন্দা শিল্পপতি জাহিদুল ইসলাম ও তার শিল্পপতি ভাইদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার ঈদের রাতের এ ঘটনায় মামলা হয়েছে।

আমতৈল গ্রামে অবস্থিত ‘স্টাইল স্মিথ স্যান এ্যাপারেলস্ লিমিটেডে’র স্বত্বাধিকারী ফারুকুল ইসলাম ও হারুক আহমেদ জানান, প্রতিবারের মতো এবারও তাদের ৬ ভাইয়ের একান্নবর্তী পবিবারের মধ্যে ৫ ভাইয়ের পরিবার ঈদে গ্রামে আসে। এরপর তারা গত কয়েকদিন ধরে এলাকাবাসীর মাঝে ৩০ থেকে ৪০ লাখ টাকা অর্থসহায়তাও করেছেন। ঈদের নামাজ শেষে তারা আমতৈল বাজারে সামাজিক কাজকর্মে ব্যস্ত ছিলেন। হঠাৎ গার্মেন্টস ফ্যাক্টরির অদূরে রাস্তার ওপর এলাকার দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া হচ্ছে শুনে তারা কয়েকজন ওদিকে এগিয়ে যান। 

তারা আরও জানান, একপর্যায়ে দেখি, অর্ধশতাধিক মানুষ লাইট নিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানের দিক থেকে বাড়ির দিকে এগিয়ে আসছে। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। নিরুপায় হয়ে পেছনের গেট দিয়ে বাড়ি ঢুকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে তারা। এতে ভীত হয়ে দৌঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

ইদ্রীস আলী জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে। কিছু দেশীয় অস্ত্র বাগানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। আলোচ্য এ সময়ে ডিএসইর পিই রেশিও বেড়েছে ১.৯৪ শতাংশ।

শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.২০ পয়েন্ট বা ১.৯৪ শতাংশ।

এর আগের সপ্তাহের (২৪ থেকে ২৮ জুলাই) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৭১ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে ০.৬০ পয়েন্ট বা ৬.১৮ শতাংশ।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৬.১০ পয়েন্টে, ব্যাংক খাতে ৭.১৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ৯.৮৯ পয়েন্ট, টেক্সটাইল খাতে ১০.৭০ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.০৮ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৩৫ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬০ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৭৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.১০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৪.৯৪ পয়েন্টে, আইটি খাতে ১৬.৩১ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১৭.৯৬ পয়েন্ট, মিউচুয়াল ফান্ড খাতে ১৮.৪৩ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২১.৮১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ২১.৯৩ পয়েন্টে, পাট খাতে ২৬.১৯ পয়েন্টে, ট্যানারি খাতে ২৬.৭৭ পয়েন্টে,   এবং সিরামিক খাতে ৫৭.৪৭ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ