মেয়ের বিয়ে উপলক্ষে খরচ করতে স্থানীয় দুটি ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছিলেন রতন সাহা। মেয়ের জন্য কিনেছিলেন স্বর্ণালংকার। বাড়িতে চলছিল বিয়ের প্রস্তুতি। এর মধ্যে গতকাল শনিবার দুপুরে বাড়ির রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনে শিখায় বাড়ির সব শয়নকক্ষে থাকা আসবাব ও মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ঢাকা পুড়ে ছাই হয়। খোয়া যায় স্বর্ণালংকারও। এখন মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সারবেন তা নিয়ে দিশাহারা এই বাবা।

গতকাল দুপুর ১২টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় এলাকায় ব্যবসায়ী রতন সাহার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রান্নাঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। পরে বাড়ির তিনটি শয়নকক্ষ, একটি ঠাকুরঘর এবং বাড়ির বারান্দায় আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় লোকজন বিরামপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে বিরামপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে টানা এক ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিরামপুর ফায়ার সার্ভিসের সদস্য সজল হোসেন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাত্র দেড় মাসে কীভাবে ১৭ কেজি ওজন কমালেন ক্রিকেটার সরফরাজ খান?

শুরুটা যেভাবে করেছিলেন

সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে। এর পরিবর্তে খাদ্যতালিকায় তৃপ্তির জন্য রেখেছিলেন বেশি আঁশসমৃদ্ধ ফল ও সবজির সালাদ, ব্রকলি, শসা। প্রোটিনের জন্য রেখেছিলেন গ্রিল করা মাছ ও মুরগি, সেদ্ধ ডিম আর গুড ফ্যাটের জন্য রেখেছিলেন অ্যাভোকাডো। চা ও কফির পরিবর্তে খেয়েছেন গ্রিন টি ও গ্রিন কফি।

৮০ শতাংশ ওজন কমে সঠিক ডায়েটে

ভারতের হলিস্টিক হেলথ এক্সপার্ট ড. মিকি মেহতা বলেন, ‘আপনি যত কঠোর ব্যায়ামই করুন না কেন, ওজন কমানোর ক্ষেত্রে প্রায় ৮০ শতাংশ ভূমিকা রাখে খাদ্যনিয়ন্ত্রণ, আর বাকি ২০ শতাংশ ব্যায়াম। প্রতিদিন কী খাবেন, সেটাই ঠিক করে দেবে শরীর কত দ্রুত বদলাবে।’

সরফরাজ খান ১৭ কেজি ওজন কমিয়েছেন ভাত, রুটি, চিনি, ময়দা ও বেকড খাবার একেবারে বাদ দিয়ে

সম্পর্কিত নিবন্ধ