গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি হামলায় নিহত ২
Published: 7th, April 2025 GMT
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংবাদকর্মীদের তাঁবুতে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে দুই সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। খবর আল জাজিরার।
ফিলিস্তিনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সাংবাদিকদের জন্য নির্মিত একটি তাঁবুতে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত হয়েছেন। ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার ও কুদস নিউজ নেটওয়ার্ক নিহত ব্যক্তিকে ইউসুফ আল-খাজানদার বলে শনাক্ত করেছে। এর আগে এই হামলায় সাংবাদিক হেলমি আল-ফাকাউয়ি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন সাংবাদিক।
আহতরা হলেন- আহমাদ মনসুর, হাসান এসলাইহ, আহমাদ আল-আগা, মোহাম্মদ ফায়েক, আবদুল্লাহ আল-আত্তার, ইহাব আল-বারদিনি ও মাহমুদ আওয়াদ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ইসর য় ল
এছাড়াও পড়ুন:
আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।
পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।
মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’