ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত অনলাইন থেকে পিডিএফ ফাইল নামিয়ে থাকি। আর তাই ইন্টারনেট ব্যবহারকারীদের বোকা বানাতে আয়করবিষয়ক ভুয়া নথিযুক্ত পিডিএফ ফাইলের মাধ্যমে ম্যালওয়্যার আক্রমণ চালানো হচ্ছে বলে সবাইকে সতর্ক করেছে মাইক্রোসফট। ক্ষতিকর ম্যালওয়্যারটি কম্পিউটারে প্রবেশ করেই ব্যবহারকারীদের লগইন ও ব্যক্তিগত তথ্য চুরি করে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে।

মাইক্রোসফটের তথ্যমতে, ইন্টারনেট ব্যবহারকারীদের বোকা বানাতে আয়করবিষয়ক বিভিন্ন তথ্য জানানোর প্রলোভনে ই–মেইলের সঙ্গে শর্ট লিংক বা কিউআর কোডযুক্ত পিডিএফ ফাইল যুক্ত করে দেয় সাইবার অপরাধীরা। পিডিএফ ফাইলে থাকা কিউআর কোড বা লিংকে ক্লিক করলেই একটি ওয়েবসাইট চালু হয় এবং ব্যবহারকারীদের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ‘রেমকস’, ‘ল্যাট্রোডেক্টাস’, ‘এইএইচকে বট’, ‘গুলোডার’ এবং ‘ব্রুটরেটেল সি ফোর’ নামের বিভিন্ন ম্যালওয়্যার প্রবেশ করে। এরপর ব্যবহারকারীদের অজান্তেই কম্পিউটার থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করার পাশাপাশি পর্দার স্ক্রিনশট নিয়ে সাইবার অপরাধীদের কাছে পাঠাতে থাকে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যসহ বিভিন্ন পাসওয়ার্ড চলে যায় সাইবার অপরাধীদের দখলে।

কয়েক মাস ধরেই এ কৌশলে যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফট। এ ধরনের সাইবার হামলা থেকে সুরক্ষিত থাকতে অপরিচিত উৎস থেকে পাওয়া কিউআর কোড বা লিংকযুক্ত পিডিএফ ফাইল থেকে সাবধান থাকার পাশাপাশি ফিশিং হামলা প্রতিরোধে নিরাপদ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান পালো আল্টো নেটওয়ার্কস জানিয়েছে, সম্প্রতি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে কিউআর কোডভিত্তিক ফিশিং আক্রমণের হার বেড়েছে। এসব ক্ষেত্রে আক্রমণকারীরা সরাসরি ক্ষতিকর ডোমেইনের ইউআরএল না দিয়ে ব্যবহার করছে বিভিন্ন রিডাইরেকশন পদ্ধতি বা ওপেন রিডাইরেক্ট লিংক, যাতে নিরাপত্তাব্যবস্থাকে ফাঁকি দেওয়া সহজ হয়।

সূত্র: দ্য হ্যাকার নিউজ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক উআর ক ড ব যবহ র

এছাড়াও পড়ুন:

জুলাই স্মৃতিচারন: মার্চ ফর জাস্টিস কর্মসূচি

গত জুলাইয়ের আজকের এই দিনে, কোটা সংস্কার আন্দোলনে গনহত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে “মার্চ ফর জাস্টিস" কর্মসূচির ঘোষনা দিয়েছিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

তাদের সাথে একাত্মতা পোষন করে সেদিন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। যৌক্তিক দাবিতে সেদিন নারায়ণগঞ্জের রাজপথেও নেমেছিলেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

সেইদিনের সৃতিচারন করতে গিয়ে একটি বেসরকারি ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষক আব্দুর রাহমান গাফফারি জানান, “স্টুডেন্টরা তুলনামূলক কম উপস্থিত থাকায় সেদিন তারাতাড়ি কলেজ ছুটি হয়ে যায়, তবে আমরা ব্যাগে করে দু টুকরো লাল কাপড় নিয়ে গিয়েছিলাম, ছুটি যদি নাও হয় আমরা লিভ নিয়ে শিক্ষকরা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে আংশগ্রহন করবো।

তারপর কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে পদযাত্রায় বের হই এবং সাইনবোর্ডে অবস্থান করি এবং আন্দোলনরতদের মাঝে বিক্সুট ও পানি বিতরন করি। বিকেল ৪ টায় ছাত্রছাত্রীদের পরবর্তীদিনের “রিমেম্বারিং আওয়ার হিরোস" কর্মসূচিতে যোগ দিতে বলে উৎসাহ দিয়ে কর্মসূচি শেষ করি।"

সম্পর্কিত নিবন্ধ