ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে আরব বিশ্বের প্রতি ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের আহ্বান
Published: 7th, April 2025 GMT
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা বন্ধে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সমাবেশে মুক্ত–স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করতে আরব বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়।
আজ সোমবার জোহরের নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতারা। সমাবেশ শেষে মিছিল বের হয়। মিছিলটি মসজিদ গেট থেকে পল্টন, প্রেসক্লাব, মৎস্য ভবন ও শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ফিলিস্তিনে শান্তির উদ্যোগ নিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘ড.
ফিলিস্তিন থেকে যাঁদের উচ্ছেদ করা হয়েছে, তাঁদের পুনর্বাসনের জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের এই নেতা।
ইসলামী যুব আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, কূটনৈতিকভাবে আর শান্তিপূর্ণ উপায়ে আল-আকসা আর ফিলিস্তিনের সমস্যার সমাধান সম্ভব নয়। অতএব আরব বিশ্ব, ওআইসি ও জাতিসংঘকে অনতিবিলম্বে জরুরি বৈঠক ডেকে মুক্ত–স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের সার্বভৌমত্ব নিশ্চিত করতে এবং ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে উৎখাত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, এই জাতিসংঘের ওপর কোনো আস্থা নেই, এই জাতিসংঘ যুক্তরাষ্ট্রের ইশারায় চলে, ইসরায়েলের নির্দেশনায় চলে। কাজেই যে জাতিসংঘ যুক্তরাষ্ট্রের মদদে চলে, সে জাতিসংঘ মানুষ চায় না। তিনি বলেন, ‘আমরা মুসলিম জাতিসংঘ চাই, যার মাধ্যমে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই।’
মিছিলপূর্ব সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ুম, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান প্রমুখ।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইসর য় ল ইসল ম ত করত
এছাড়াও পড়ুন:
সাকিবের পথে হাঁটছেন মিরাজ
সাকিব আল হাসানের সঙ্গে নিজের তুলনাকে মেহেদী হাসান মিরাজ হয়তো উপভোগই করেন। কারণ, তাঁর স্বপ্ন সাকিবের মতো বিশ্বনন্দিত অলরাউন্ডার হয়ে ওঠা। সেই পথে বোধ হয় গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। বিশেষ করে টেস্টে দেশে-বিদেশে সম্প্রতি ভালো করছেন। পাকিস্তানে দারুণ প্রশংসিত ছিলেন অলরাউন্ড পারফরম্যান্স করে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজে উভয় টেস্টে নিজেকে ছাপিয়ে গেলেন। সিলেটের হারের ম্যাচেও ১০ উইকেট ছিল তাঁর। চট্টগ্রামে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নিয়ে সাকিব ও সোহাগ গাজীর কাতারে নাম লেখালেন। মূলত মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে ইনিংস ব্যবধানে টেস্ট জেতা সম্ভব হয়।
গতকাল শতকের ঘরে যেতে কম কসরত করতে হয়নি তাঁর। নব্বইয়ের ঘরে গিয়ে তো অনিশ্চয়তায় পড়ে গিয়েছিলেন হাসানের আউটের শঙ্কায়। ভাগ্য সুপ্রসন্ন হওয়ায় দ্বিতীয় শতকের দেখা পান তিনি। ২০২১ সালে এই চট্টগ্রামেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরি ছিল মিরাজের। গতকালের পারফরম্যান্স নিয়ে টাইগার এ অলরাউন্ডার বলেন, ‘ব্যাটিংয়ের সময় চেষ্টা করেছিলাম ২ রান নিয়ে ১০০ রানে যেতে। সেভাবে দৌড় দিয়েছিলাম। কিন্তু ফিল্ডারের হাতে বল চলে গিয়েছিল (হাসি)। তার পর তো আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। হাসান অনেক ভালো সাপোর্ট দিয়েছে। তানজিমও ভালো সাপোর্ট দিয়েছে। তাইজুল ভাইও। এই তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। কারণ, ওদের জন্যই আমি ১০০ রান করতে পেরেছি।’
জিম্বাবুয়ের বিপক্ষে করা সেঞ্চুরি ও পাঁচ উইকেট প্রাপ্তিকে নিজের সেরা পারফরম্যান্স দাবি মিরাজের, ‘ওয়েস্ট ইন্ডিজের সাথে ১০০ করেছিলাম, ৩ উইকেট নিয়েছিলাম। অল্পের জন্য ৫ উইকেট হয়নি। হলে ভালো লাগত। ওই ম্যাচ হেরেছিলাম এই মাঠে। সে জিনিসটা মাথায় ছিল। ভালো লাগছে ম্যাচটি জিতেছি।’ মিরাজ ১৬২ বলে ১১টি চার ও একটি ছয় মেরে ১০৪ রান করেন। ২১ ওভারে ৩২ রান দিয়ে নেন পাঁচ উইকেট।
টেস্টে এ রকম অলরাউন্ড পারফরম্যান্স বাংলাদেশে আর দু’জনের আছে। সাকিব আল হাসান দু’বার ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট পেয়েছেন ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে আর ২০১৪ সালে খুলনায়। সোহাগ গাজী নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ও পাঁচ উইকেট শিকার করেন চট্টগ্রামে। সেই মাইলফলক ছোঁয়া মিরাজকে সম্প্রতি অলরাউন্ডার ক্যাটেগরিতে ফেলা হয়। সাকিবের বিকল্প ভাবা হয় তাঁকে এখন।
এ ব্যাপারে মিরাজের অভিমত, ‘দেখেন একটা জিনিস, যখন সাকিব ভাই ছিলেন, ভিন্ন রোল ছিল। এখন ভিন্ন রোল। যেহেতু টিম ম্যানেজমেন্ট, সবাই ব্যাটিংয়ে আস্থা রাখে। আমিও ভেবেছি আমার ব্যাটিংটা গুরুত্বপূর্ণ। এখন হয়তো আমি লিডিং রোল প্লে করছি, আগে সাকিব ভাই করত। এখন আমাদের দায়িত্ব আরও বেশি।’
সিলেটে দুই ইনিংসে পাঁচ উইকেট করে নিয়েও দলকে জেতাতে পারেননি মিরাজ। চট্টগ্রামে সাদমান, তাইজুলের সঙ্গে পাল্লা দিয়ে ম্যাচ জয়ের নায়ক হন। এই সাফল্য নিয়ে বলেন, ‘সত্যি কথা বলতে, প্রথম ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছি, এটা খুবই দরকার ছিল। আমাদের সবাই ভেবেছিল, আমরা ভালো করব।’ মিরাজ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কোচিং স্টাফ ও সতীর্থের কাছে। আর তাঁর কাছে কৃতজ্ঞতা পুরো দলের।