খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক সংগ্রহে গিয়ে পানিতে ডুবে পিয়াসী চাকমা (১৪) ও রিয়া চাকমা (২৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া গ্রামে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া পিয়াসী চাকমা নলছড়া গ্রামের বিদেশসে চাকমার মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। রিয়া চাকমা একই গ্রামের রূপায়ন চাকমার মেয়ে। 

আরো পড়ুন:

মাতামুহুরী নদীতে দুই শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার

চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে ভাইবোনছড়া বাজারের কাছে চেঙ্গী নদীর বৈরাগীর মোর নামক স্থানে কয়েকজন শামুক সংগ্রহে যায়। এসময় রিয়া চাকমা নদীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। চিৎকার শুনে তাকে উদ্ধারে পিয়াসী চাকমা নদীতে ঝাপ দেয়। পরে দুইজনই নদীতে তলিয়ে যায়। একঘণ্টা পর তাদের লাশ উদ্ধার হয়।

ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টাতু মনি চাকমা পিয়াসী চাকমাকে নিজ স্কুলের ছাত্রী হিসেবে চিহ্নিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি মর্মান্তিক। দুইজনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।”

ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুজন চাকমা বলেন, “বৈসাবি উৎসবের সময় এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না।”

ঢাকা/রূপায়ন/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর নদ

এছাড়াও পড়ুন:

নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।

এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।

নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।

সম্পর্কিত নিবন্ধ