ডেনমার্ক ২০৪০ সালের মধ্যে জরায়ুমুখ ক্যানসার নির্মূল করতে চায়
Published: 14th, April 2025 GMT
ডেনমার্ক ২০৪০ সালের মধ্যে জরায়ুমুখ ক্যানসার নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে। জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা ও স্ক্রিনিং প্রোগ্রাম এই লক্ষ্য পূরণে সাহায্য করছে। আজ সোমবার ডেনিশ ক্যানসার সোসাইটি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এমনকি ২০৪০ সালের আগেও কম নারীরা যাতে এই রোগে আক্রান্ত হন, সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে; যাতে ২০৪০ সালের আগেও রোগটি নির্মূল হয়েছে বলে মনে হয়। তাহলে এটিই হবে বিশ্বে প্রথমবারের মতো ক্যানসার নির্মূলের ঘটনা।
ডেনিশ মেডিকেল জার্নাল ইউজেসক্রিফ ফর লেগারের এক গবেষণায় দেখা গেছে, বর্তমানে ডেনমার্কে প্রতি ১ লাখ নারীর মধ্যে ১০ জনের কম নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড অনুযায়ী, প্রতি এক লাখের মধ্যে চারজনের কম নারী জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হলে সেটি নির্মূল হিসেবে বিবেচনা করা হয়।
জরায়ুমুখ ক্যানসারের প্রধান কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)। ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে দুই ডোজ টিকা দেওয়া হয়। ডেনমার্কে ১২ বছর বয়সী ৮৯ শতাংশ ছেলে-মেয়েকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
২০০৮-০৯ সালের দিকে কিশোরীদের জন্য বিনা মূল্যে এইচপিভি টিকা কার্যক্রম শুরু হয়। আর ছেলেদের জন্য চালু হয় ২০১৯ সালে।
ডেনমার্কে ৬০ শতাংশ নারী বিনা মূল্যে এইচপিভি ভাইরাসের পরীক্ষা করান; যা নির্ধারিত লক্ষ্য ৭০ শতাংশ থেকে কিছুটা কম।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এইচপ ভ
এছাড়াও পড়ুন:
৪৭ দিন ক্যাম্পে থেকে ১০–১২ দিন অনুশীলন, হতাশ ক্রিকেটাররা
টানা খেলার ধকল কাটাতে জাতীয় দল এখন বিশ্রামে। ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দলের অনুশীলন হচ্ছে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। তবে দুই দল মিলিয়ে প্রায় ৪০ জন ক্রিকেটারের অনুশীলনে বাধা হয়ে দাঁড়িয়েছে প্রতিকূল আবহাওয়া। বৃষ্টির কারণে অনুশীলন করতে না পারায় ক্রিকেটারদের মধ্যেও হতাশা কাজ করছে।
১০ জুন প্রধান কোচ ডেভিড হেম্পের তত্ত্বাবধানে চট্টগ্রামে ক্যাম্প শুরু করে এইচপি। চট্টগ্রাম থেকে একটি সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত ৪৭ দিনে সব মিলিয়ে মাত্র ১১ থেকে ১২ দিন মূল মাঠে অনুশীলন করা গেছে। অন্য সময় ভাগে ভাগে স্কিল অনুশীলন ও ফিটনেস নিয়ে কাজ হয়েছে ইনডোরে। তবে ইনডোরে টার্ফ বসানোর কাজ চলায় সেখানেও বিরতি দিতে হয়েছে।
আরও পড়ুনবিসিবির আমন্ত্রণে মাহমুদউল্লাহর ‘না’২৪ জুলাই ২০২৫হাই পারফরম্যান্স দলের ম্যানেজার জুনায়েদ চৌধুরীর দাবি অবশ্য ভিন্ন। তিনি বলেছেন, তাঁরা ২৪-২৫ দিন মূল মাঠে অনুশীলন করেছেন। তবে নাম প্রকাশ না করার শর্তে এইচপির একাধিক ক্রিকেটার প্রথম আলোকে জানিয়েছেন, বৃষ্টির কারণে তাঁরা বেশির ভাগ দিনই অনুশীলন করতে পারেননি। জাতীয় দলের জন্য নিজেদের প্রস্তুত করতে এটি তাঁদের জন্য বড় সুযোগ। কিন্তু টানা বৃষ্টিতে অুশীলন করতে না পারায় তাঁদের মধ্যে হতাশা কাজ করছে।
প্রতিকূল আবহাওয়ায় চট্টগ্রামে এইচপি দলকে ঠিকমতো অনুশীলন করতে দেয়নি