অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের শীর্ষস্থানীয় ই-স্পোর্টস সংগঠন ভেনম ই-স্পোর্টস।

আগামী ১৭ এপ্রিল থেকে ৪ মে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতোপূর্বে, ভেনম ই-স্পোর্টসের অনার অব কিংস (এইচওকে) দল ভেনম আনলীশ সোর্ড (ভেনম ইউএস) অনার অফ কিংস ওপেন (এইচওকে) সিরিজ স্প্লিট ৩ - সাউথ এশিয়া ক্যাটাগরি থেকে অনার অফ কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগে স্থান করে নিয়েছে। অনার অফ কিংস (এইচওকে) ওপেন সিরিজ স্প্লিট ৩ গত ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। 

অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও  অংশগ্রহণ করবে মিশর, জাপান, চীন, ইরাক, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়া।

এ প্রতিযোগিতায় ভেনম আনলীশ সোর্ড দল শীর্ষ আন্তর্জাতিক দল নংশিম রেডফোর্স, জেন.

জি ইস্পোর্টস, ক্রেজি রেকুন, আর৮ ইস্পোর্টস, স্কারজ, এবং দ্য ভিসিয়াস ই-স্পোর্টসের বিরুদ্ধে লড়াই করবে।

নিজেদের দক্ষতা প্রমাণ করতে ভেনম আনলীশ সোর্ড দলে খেলোয়াড় হিসেবে রয়েছেন তাহমিদ জাকী আনকান, নাফিস আহমেদ রাফি, আসহীর জাকী আন্তার, শরজিল শাহরিয়ার মাহিন, কাহান চাকমা এবং কামরুল হাসান রাকিব।

অনার অব কিংস (এইচওকে) মেজর ইস্ট লীগ স্প্রিং ২০২৫ প্রতিযোগিতাটি এইচওকে গ্লোবাল ই-স্পোর্টস এর অফিসিয়াল ইউটিউব, ফেসবুক, টিকটক এবং টুইচ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

ভেনম ইস্পোর্টস সংগঠনটি ইতোমধ্যে এরিনা অব ভেলর (এওভি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ, মোবাইল লিজেন্ডস: বাং বাং (এমএলবিবি) বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এবং এমএলবিবি সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপ শিরোপা ছিনিয়ে এনেছে।

সংগঠনটির পরিচালনায় রয়েছেন শাহরিয়ার চৌধুরী, নাঈম ইসলাম খান, আশরাফুল ইসলাম, তানভীর হোসেন মাহি, আবদুল্লাহ আল নোমান এবং মেহেদী মির্জা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গেমিং ভক্তরা ভেনম ইস্পোর্টসের সাফল্যের জন্য উন্মুখ হয়ে আছেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ই স প র টস

এছাড়াও পড়ুন:

রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে

২০০৮ থেকে ২০১৭ সালের মধ্যে চারবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। একটি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, তিনটি রিয়াল মাদ্রিদের হয়ে।

সেই সময় ৬ থেকে ৮ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজন করত ফিফা। সাধারণত স্বাগতিক দেশের ক্লাব ও মহাদেশীয় চ্যাম্পিয়নদের নিয়ে বসত এই বৈশ্বিক আসর। রোনালদোর দল প্রতিবারই উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে ইউরোপ মহাদেশের সেরা হয়ে ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে।

এ বছর থেকে বৃহৎ পরিসরে ক্লাব বিশ্বকাপ হতে চলেছে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের ১১ শহরের ১২ ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। খেলবে ৬ মহাদেশের ৩২টি ক্লাব।

আরও পড়ুনবডি ক্যাম নিয়ে নামবেন রেফারিরা, ক্লাব বিশ্বকাপে ফিফার চমক১৫ এপ্রিল ২০২৫

পরিধি বাড়ায় প্রায় সব মহাদেশ থেকে আরও বেশি দল এখন থেকে ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। লিওনেল মেসির দল ইন্টার মায়ামিও স্বাগতিক দেশের ক্লাব হিসেবে বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে।

কিন্তু রোনালদো এবার হতভাগাদের তালিকায়। তাঁর দল আল নাসর যে ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি!

সৌদি আরব থেকে শুধু আল হিলাল ২০২৫ ক্লাব বিশ্বকাপে জায়গা পেয়েছে

সম্পর্কিত নিবন্ধ

  • মহান মে দিবস: শ্রমিকের অধিকার রক্ষায় সংস্কারে জোর সরকারের
  • ইউসেপ বাংলাদেশ নেবে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, বয়স ৩৫ হলেও আবেদন
  • ধর্ষকদের শাস্তির দাবিতে তিতুমীরে মানববন্ধন
  • সিলেট আর্মি আইবিএতে বিবিএ প্রোগ্রাম, আবেদন শেষ ৪ মে
  • কোহিনুর কেমিক্যালের ৯ মাসে মুনাফা বেড়েছে ২৮.৪২ শতাংশ
  • ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে ব্যাংকে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
  • রোনালদোর আল নাসর কেন নেই ক্লাব বিশ্বকাপে
  • রাজধানীতে পরপর তিন দিনে তিন জনসমাবেশ
  • প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের চিঠি
  • ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা