Samakal:
2025-08-01@13:54:39 GMT

সিসা তৈরির কারখানা সিলগালা

Published: 17th, April 2025 GMT

সিসা তৈরির কারখানা সিলগালা

গাজীপুরের শ্রীপুরে একটি সিসা তৈরির অবৈধ কারখানা বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে গতকাল বুধবার দুপুরে কারখানাটি সিলগালা করে দেয়।

শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্ব খন্ড গ্রামে অবৈধভাবে গড়ে উঠা পরিবেশ বিনাশকারী গেলি ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিলগালা করা হয়। একই সঙ্গে কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীপুরের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব আহমেদ। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গেলি ইন্ডাস্ট্রি নামের কারখানায় পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছিল। এতে ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক পদার্থ এই জনপদের মানুষের স্বাস্থ্যঝুঁকিসহ নানান সমস্যার সৃষ্টি করছিল। হুমকির মুখে পড়েছিল আশপাশের পরিবেশ। পরিবেশ সংরক্ষণ আইনে কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

পরিবেশ অধিদপ্তর গাজীপুর কার্যালয়ের পরিদর্শক নূরুল আমীন বলেন, কারখানাটিকে অনেক আগে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল। পরে পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করে তা বাতিল করা হয়। ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর ধরে কারখানাটি চালানো হচ্ছিল।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ব শ

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ