গাইবান্ধায় মাদক মামলায় তিন মাদক কারবারির যাবজ্জীবন ও দুইজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বৃহস্পতিবার  (১৭ এপ্রিল) দুপুরে গাইবান্ধার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আতিকুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণের প্রকাশ, ২০২১ সালের ১৬ জুলাই রাজশাহী জেলার সীমান্তপুর  গোদাগাড়ী গ্রামের সোহেল রানা, আবুল কালাম আজাদ, আসাদুল ইসলাম, শফিকুল ইসলাম ও আনারুল ইসলাম ১৫ লাখ টাকার হিরোইন নিয়ে বিক্রির উদ্দেশ্যে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে অবস্থান করেন। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার র‍্যাব অভিযান  চালিয়ে হিরোইনসহ তাদের গ্রেপ্তার করে। পরে এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

দীর্ঘ শুনানি শেষে বিচারক আতিকুর রহমান মাদক কারবারি সোহেল রানা, আবুল  কালাম আজাদ ও আসাদুলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় শফিকুল ইসলাম ও আনারুল ইসলামের খালাসের আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন:

কুড়িগ্রামের ৭ জেলে ৬ মাস ভারতের কারাগারে

গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির কারাগারে 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হালিম প্রামাণিক বলেন, সমাজে মাদকের ভয়াবহতা রোধ করতে আদালতের বিজ্ঞ বিচারক যথাযথ বিচার করেছেন। এই রায়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

ঢাকা/মাসুম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ