জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে ‘এআই অলিম্পিয়াড ২০২৫’
Published: 17th, April 2025 GMT
জাতীয় পর্যায়ে আয়োজিত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (আই) বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘এআই অলিম্পিয়াড ২০২৫’, যা যৌথভাবে আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এআই অলিম্পিয়াডে অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম প্রধান গণমাধ্যম প্রথম আলো। ২৬ এপ্রিল ঢাকার সোবহানবাগে ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগ্রহীরা ২৪ এপ্রিল পর্যন্ত aiolympiad.
এআই অলিম্পিয়াড ২০২৫ প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে—প্রাইমারি ক্যাটাগরি (স্কুল পর্যায়), সেকেন্ডারি ক্যাটাগরি (কলেজ ও ডিপ্লোমা পর্যায়) এবং টারশিয়ারি ক্যাটাগরি (বিশ্ববিদ্যালয় ও এআই পেশাদার)। এ আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, বাস্তব সমস্যা সমাধানে উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করা এবং প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা।
প্রতিযোগিতায় দেশি-বিদেশি গবেষক ও বিশেষজ্ঞদের দিয়ে প্রকল্প মূল্যায়ন করা হবে, বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় নগদ পুরস্কার, আন্তর্জাতিক স্বীকৃতিসহ সনদ। এ ছাড়া অংশগ্রহণকারীরা এআই ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের ওয়ার্কশপ ও নেটওয়ার্কিং সেশনে অংশগ্রহণ করতে পারবেন। এই অলিম্পিয়াডের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম এআই প্রযুক্তিতে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন এবং একটি উদ্ভাবনী বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাবেন। এখনই রেজিস্ট্রেশন করুন এবং জাতীয় পর্যায়ে আপনার এআই উদ্ভাবন তুলে ধরার সুযোগ গ্রহণ করুন। বিজ্ঞপ্তি
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর য য়
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫