কথায় আছে, যোগ্যতা থাকলে চাকরি আপনাকে খুঁজে নেবে। যোগ্যদের খুঁজতে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ক্যাম্পাসে আয়োজিত চাকরি মেলায় অংশ নিয়েছিল ৪৫টি বেসরকারি প্রতিষ্ঠান।

সদ্য স্নাতক সম্পন্ন করেছেন কিংবা দু-এক মাস পরেই স্নাতক শেষ হবে, এমন শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানে পছন্দের চাকরির জন্য আবেদন করতে পেরেছেন।

রাজধানীর মিরপুরে বিইউবিটির ক্যাম্পাসে ‘বিইউবিটি ক্যারিয়ার ফেয়ার ২০২৫’ নামের এই চাকরি মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস। সহযোগিতায় ছিল অনলাইনে চাকরি খোঁজার প্রতিষ্ঠান বিডিজবস ডটকম লিমিটেড।

বিইউবিটি এ নিয়ে পঞ্চমবারের মতো চাকরি মেলার আয়োজন করল। এবারের এক দিনের এই আয়োজনে অংশ নেয় ব্যাংক, তথ্যপ্রযুক্তি, বিপণন, উৎপাদন ও সেবা খাতসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, চাকরি পেতে শিক্ষার্থীদের সহায়তার জন্যই এই উদ্যোগ। বিগত বছরগুলোতে চাকরির মেলা এবং বিশ্ববিদ্যালয়টির নিজস্ব প্রচেষ্টায় এখন পর্যন্ত অন্তত ৪০০ স্নাতক চাকরি পেয়েছেন।

মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ইউব ট

এছাড়াও পড়ুন:

প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?

‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।

এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।

২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।

আরো পড়ুন:

বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ

কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?

স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।   

‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।

‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ