বৃষ্টি থেমে গেছে। বেলাও ঢলে পড়েছে। আখতার বানু আবৃত্তি করছেন দেবাশীষ দণ্ডের কবিতা ‘অ বিদ্যাসাগর মশাই।’ আর তাঁর সাদা চুলগুলো বাতাসে উড়ছে। দেখে মনে হচ্ছে, চুলগুলো উড়ে উড়ে জানান দিচ্ছে রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের বয়স হয়েছে। ৫২ বছর বয়সী এই বিভাগের প্রথম পুনর্মিলনী হচ্ছে এবার। সেই মঞ্চেই চলছে আবৃত্তি।

শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে এসেছেন সহস্রাধিক প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী। কেউ কবিতা শুনে হাসছেন। কারও মন একেবারেই সেদিকে নেই। তাঁরা ছবি তুলতে ব্যস্ত। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন রকমের শাড়ি ও পাঞ্জাবি পরে এসেছেন। কেউ কেউ নিজের ছেলেমেয়েদেরও একই রঙের পোশাক পরিয়ে এসেছেন। রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগের অতীতকে তাঁরা যেন বর্তমানে টেনে এনেছেন।

পুনর্মিলনী মঞ্চে কবিতা আবৃত্তি করছেন প্রাক্তন শিক্ষার্থী আখতার বানু। শুক্রবার বিকেলে রাজশাহী কলেজ মাঠে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আতশি কাচের নিচে বাংলাদেশ ক্রিকেট দল

‘সোহান (নুরুল হাসান) দলের সেরা উইকেটকিপার। সে দলে ছিল, তার কোনো ইনজুরিও ছিল না, তারপরও সে কেন উইকেটকিপিং করল না? সিদ্ধান্তটা কার, এটা আমাদের জানা দরকার।’

গত মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজের প্রসঙ্গ টেনে প্রথম আলোকে কাল কথাটা বলেছেন বিসিবির এমন একজন পরিচালক, জাতীয় দল–সংশ্লিষ্ট বিষয়ে যাঁকে এখন থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।

শুধু ওপরের বিষয়টিই নয়, গত এক বছরের মধ্যে বাংলাদেশ দলের খেলা আন্তর্জাতিক ম্যাচের প্রতিটি আলোচিত সিদ্ধান্ত বা ঘটনাই পর্যালোচনা করে দেখা হবে বলে জানিয়েছে বিসিবির একাধিক দায়িত্বশীল সূত্র। এসব নিয়ে কথা বলা হবে দলের সংশ্লিষ্টদের সঙ্গে।

আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টিতেই দলে থেকেও নুরুল উইকেটকিপিং করেননি কেন, সে প্রশ্নের উত্তর অবশ্য এরই মধ্যে মিলেছে। তবে জাকেরকে দিয়ে কিপিং করানোর সিদ্ধান্তটা দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের বলে অভিযোগের যে তির, সেটি ছোড়া হচ্ছে ভুল লক্ষ্যের দিকে। সিদ্ধান্তটা আসলে ছিল লিটন দাস চোটে পড়ায় টি–টোয়েন্টি সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া জাকেরের নিজেরই।

আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে জাকের আলীর উইকেটকিপিং নিয়ে প্রশ্ন উঠেছে

সম্পর্কিত নিবন্ধ