পবিত্র ঈদুল ফিতরে জনগণকে যানজটহীন মহাসড়ক ও ন্যূনতম লোডশেডিং উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তাদেরকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।

উপদেষ্টা বলেছেন, এখন পর্যন্ত আমি শুধু ভালো কথা শুনছি এই ঈদ নিয়ে। সবাই বলছে, সবকিছু খুব সুন্দরভাবে সংগঠিত ছিল।

তিনি আরো বলেন, এখন একটা মানদণ্ড তৈরি হয়েছে এবং এটাকে বছরজুড়ে ধরে রাখার সময় এসেছে। 

মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দলটির নেতৃত্ব দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

কীভাবে ঈদের প্রস্তুতি নেওয়া হয়েছিল, তা প্রধান উপদেষ্টাকে জানান ফাওজুল কবির খান। তিনি বলেন, আমরা আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে নয়, বরং একটি ইউনিট হিসেবে কাজ করেছি।

তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে কীভাবে পরিষ্কার করে ঈদযাত্রার জন্য প্রস্তুত করা হয়েছিল, যেখানে অন্যান্য মন্ত্রণালয়, এমনকি বেসরকারি খাতও পরিকল্পনা ও বাস্তবায়নে যুক্ত ছিল।

সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, “যখন আমরা সায়েদাবাদ টার্মিনালে গিয়েছিলাম, তখন সেটি নোংরা এবং বিশৃঙ্খল ছিল। দেখতে ছিল যেন একটি বিশাল ইউরিনাল। আমরা পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সেটা সমাধান করি।”

উপদেষ্টা জানান, কোনো কর্মকর্তা নিজ নিজ বাড়িতে যাননি ঈদের ছুটিতে। সবকিছু ঠিকভাবে চলছে কি না, তা নিশ্চিত করতে তারা মাঠে ছিলেন।

তিনি আরো বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহার সময়েও লোডশেডিং ন্যূনতম থাকবে এবং কোনো ধরনের যানজট থাকবে না। ইনশাআল্লাহ, ঈদুল আজহাতেও হবে নির্বিঘ্ন আয়োজন।

বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী শেখ মহিউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ সাথীসহ অন্যান্য কর্মকর্তা।

ঢাকা/হাসান/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

রূপালী ব্যাংকে পর্ষদ ও ম্যানেজমেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত 

রূপালী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) ঢাকার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। সভায় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদার করার পাশাপাশি অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা দেন। এছাড়া, প্রতি ত্রৈমাসিকে পর্ষদ ও এসএমটির মধ্যে নিয়মিত সভা আয়োজনের পরামর্শ দেওয়া হয়।

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

এ সময় এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামসহ উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ এবং ব্যাংকের মহাব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ