রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শান্তা হোল্ডিংসের প্রথম প্রকল্প ‘স্বপ্ননীড়’-এ গত শনিবার আয়োজিত হয় ‘মিট দ্য ওনার্স’ অনুষ্ঠান। হস্তান্তর-পরবর্তী এই বিশেষ আয়োজনে গ্রাহকেরা প্রথমবারের মতো একটি অভিজাত ও আধুনিক জীবনযাত্রার অভিজ্ঞতা লাভ করেন। এই আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরায় বিলাসবহুল জীবনযাত্রার নতুন মানদণ্ড স্থাপনে শান্তার উদ্যোগ সবার কাছে তুলে ধরা হয়।

ব্লক ডির একটি কর্নার প্লটে অবস্থিত ‘স্বপ্ননীড়’ বিখ্যাত স্থপতি নাহাস আহমেদ খলিলের নকশায় নির্মিত। ২৮ দশমিক ৬৬ কাঠা জমির ওপর গড়ে ওঠা এই প্রকল্পে রয়েছে ৪৮টি এক্সক্লুসিভ অ্যাপার্টমেন্ট, যার আয়তন ২ হাজার ৬৫০ থেকে ৩ হাজার ৬৫০ বর্গফুট। প্রতিটি ইউনিটে রয়েছে দুটি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা।

শান্তার সিগনেচার ফিচার ও বিলাসবহুল সুযোগ-সুবিধা স্বপ্ননীড়েও সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ডাবল হাইট এন্ট্রি ও অভিজাত রিসেপশন লাউঞ্জ, সুসজ্জিত পার্টি রুম, আধুনিক ফিটনেস সেন্টার, রুফটপ ইনফিনিটি পুল ও বারবিকিউ জোন, প্রফেশনাল ল্যান্ডস্কেপিং ও লাইটিং ডিজাইন, আউটডোর অ্যাকটিভিটি জোনসহ আরও অনেক কিছু।

স্বপ্ননীড় ছাড়াও শান্তা হোল্ডিংস বসুন্ধরায় আরও নয়টি বিলাসবহুল আবাসিক প্রকল্প এবং একটি ডেস্টিনেশন মল নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে। www.

shantaholdings.com-এ ভিজিট করে অথবা ১৬৬৩৪ নম্বরে কল করে আসন্ন প্রকল্পগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব ল সবহ ল প রকল প

এছাড়াও পড়ুন:

চাঁদপুরে কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় একটি বেসরকারি হাসপাতাল বন্ধ

চাঁদপুর পৌর কবরস্থানে নবজাতক ফেলে যাওয়ার ঘটনায় শহরের কুমিল্লা রোডের দ্য ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সিদ্ধান্ত দেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত।

এর আগে মঙ্গলবার রাতে ওই নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের ওয়ার্ডবয় ফারুক হোসেন গাজীকে (৪৫) গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে অবৈধ কার্যক্রম ছিল। নবজাতকের জন্মও হয়েছিল ওই হাসপাতালে। কবরস্থানে নবজাতক দাফনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে প্রশাসনের।

আরও পড়ুনচাঁদপুরে কবরস্থানে বাক্সবন্দী উদ্ধার নবজাতকের হাসপাতালে মৃত্যু১৫ সেপ্টেম্বর ২০২৫

এ ঘটনায় গতকাল দুপুরে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের তত্ত্বাবধায়ক শাহজাহান মিয়াজী।

হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বাপ্পি দত্ত বলেন, হাসপাতালের ব্যবস্থাপনায় জড়িত কাউকে পাওয়া যায়নি। ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া মেলেনি। চিকিৎসক নেই, প্যাথলজি ও অপারেশন থিয়েটারের পরিবেশ অনুপযুক্ত, পোস্ট অপারেটিভ রোগীদের জন্য কোনো ব্যবস্থা নেই এবং হাসপাতালের কাগজপত্র নবায়নও করা হয়নি। প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালের নিবন্ধন বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।

আরও পড়ুনকবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক১৬ সেপ্টেম্বর ২০২৫

ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রফিকুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান এবং সদর মডেল থানার পুলিশ সদস্যরা।

সম্পর্কিত নিবন্ধ