খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে অপসারণের জন্য দেড় ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। দাবি না মানলে মঙ্গলবার রাত ১০টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন তারা।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা।

সংবাদ সম্মেলনে ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, “কুয়েটের অনশনরত শিক্ষার্থীদের অবস্থা গুরুতর। মৃত্যুর আশঙ্কাও রয়েছে অনেকের। কুয়েটকে বাঁচাতে আজ যাত ১০টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি। ইন্টেরিম গভর্নমেন্ট যদি রাত ১০টার মধ্যে দলান্ধ উপাচার্য মাসুদ যদি পদত্যাগ না করে অথবা তাকে বহিষ্কার করা না হয়, তাহলে এই ব্লকেড কর্মসূচি পালন করা হবে।”

আরো পড়ুন:

ঢাবিতে ১ বছরে চীনা শিক্ষার্থী বেড়ে দ্বিগুণ

ঢাবি উপাচার্যের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

কর্মসূচিতে ঢাবি, জবি, জাবি, প্রাইভেট, ঢাকা কলেজ, বুয়েটসহ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন বলে জানান তিনি‌।

গত ১৮ ফেব্রুয়ারি স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বদের হামলায় বেশকিছু কুয়েট শিক্ষার্থীরা আহত ও পঙ্গু হন। কিন্তু কুয়েটের উপাচার্য নির্দোষ শিক্ষার্থীদের বহিষ্কার করেছে। এরই প্রতিবাদের উপাচার্যের পদত্যাগ দাবি অনশন করছেন কুয়েট শিক্ষার্থীরা।

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য ব লক ড ত ১০ট

এছাড়াও পড়ুন:

সীমান্তে পলিথিন ব্যাগে পাওয়া গেল ৩০ হাজার ডলার

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল সেখানে অভিযান চালায়।

গতকাল রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এরপর অধিনায়কের নির্দেশে একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার ডলার পাওয়া যায়।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, উদ্ধার করা ডলার কোর্টের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ