বাংলাদেশে স্মার্টফোনের নতুন মডেল সি৭৫এক্স উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। মডেলে রয়েছে আইপি৬৯, আইপি৬৮, আইপি৬৬ রেটিং ও মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স সার্টিফাইড, যা কিনা পানি, ধুলা ও হাত থেকে পড়ে যাওয়া ফোনের নিরাপত্তা দেবে। আর্মরশেল প্রটেকশনযুক্ত ড্যামেজ প্রুফ ফিচার ফোনের সুরক্ষায় কাজ করে। বাজেটবান্ধব মডেলটি আন্ডারওয়াটার ফটোগ্রাফির ফ্ল্যাগশিপ সুবিধা দেবে।
রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ও বিশেষ ‘অপ্টিমাইজড অ্যালগরিদম’, যা উজ্জ্বল রঙের ছবি ক্যামেরাবন্দি করতে সহায়তা করে।
ক্যামেরা নাইট ফটোগ্রাফি বা পোর্ট্রেট মোডের ফিচারে ছবি তুলতে সক্ষম। কম আলোতেও জীবন্ত ছবি ধারণ করে। ডিজাইনে রঙের বৈচিত্র্যে রয়েছে কোরাল পিঙ্ক। ব্যাটারি ৫৬০০ মিলিঅ্যাম্পিয়ার, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। পাঁচ মিনিটের চার্জেই তিন ঘণ্টা কথা বলা যায়। পূর্ণ চার্জে টানা সাত ঘণ্টা গেমিং, ১৩ ঘণ্টা ইউটিউব ভিডিও প্লে আর ২৪ ঘণ্টার স্ট্যান্ডবাই পরিষেবা দেবে।
বাজেট মডেলে হলেও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সুবিধা। মডেলে থাকছে গুগল
জেমিনি চ্যাটবট, যা গ্রাহককে চটজলদি কোনো কিছু অনুসন্ধান, অ্যাপের মধ্যে এআই স্মার্ট লুপ, এআইর ছবি সম্পাদনা, অর্থাৎ ঘোলা ছবিকে বিশেষ ফিচারে স্পষ্ট করার সুবিধা দেবে। র্যাম ৬ জিবি আর স্টোরেজ ১২৮ জিবি।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।