Samakal:
2025-05-01@07:55:21 GMT

লা ডেলিশিয়ার আউটলেট

Published: 22nd, April 2025 GMT

লা ডেলিশিয়ার আউটলেট

এক দিনে নতুন দুটি শাখার উদ্বোধন করেছে বেকারি ব্র্যান্ড ‘লা ডেলিশিয়া’। শাখা দুটির একটি বনশ্রী (প্লট-এম, রোড-৮, ব্লক-এল, দক্ষিণ বনশ্রী), অন্যটি মিরপুর ২-এ (অ্যাভিনিউ ৩, হাজী রোড, ব্লক-এ, ঢাকা কমার্স কলেজের বিপরীতে)। আধুনিক ডাইন-ইন পরিবেশ ও দ্রুত টেকঅ্যাওয়ে সুবিধাসমৃদ্ধ এসব আউটলেট প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। 
উদ্বোধনী অনুষ্ঠানে ডেলিশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘প্রতিটি নতুন আউটলেট আমাদের জন্য একটি নতুন এলাকার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ। বনশ্রীতে আমাদের নতুন যাত্রা সেই সম্পর্ককে আরও গভীর ও আন্তরিক করার একটি পদক্ষেপ। আমরা সবসময় চেষ্টা করি প্রতিটি পণ্যে বিশ্বমানের স্বাদ, সতেজতা এবং স্বাস্থ্যবিধির প্রতি দায়িত্ববোধ বজায় রাখতে। গ্রাহকের আস্থা আমাদের সবচেয়ে বড় অর্জন।’
নতুন আউটলেটগুলোয় থাকছে লা ডেলিশিয়ার স্বাক্ষর, সব আইটেম ক্ল্যাসিক ও কাস্টমাইজড কেক, ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিসান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি। লা ডেলিশিয়া দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘লা রিভ’-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বর্তমানে ঢাকায় বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির আটটি আউটলেট সফলভাবে পরিচালিত হচ্ছে। গ্রাহকরা লা ডেলিশিয়ার ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে ঘরে বসে অর্ডার করতে পারবেন তাদের পছন্দের কেক ও বেকড আইটেম। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আউটল ট

এছাড়াও পড়ুন:

রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন

প্রতিটি বাঙালির জীবনযাপনে কিংবা চিন্তার অবিরাম চর্চায় রবীন্দ্রনাথ থাকেন অপরিসীম অনুপ্রেরণা হয়ে। বাঙালির ভাষা, শিক্ষা, গল্প, গান, কবিতা, চিত্রশিল্পসহ সামগ্রিক সংস্কৃতিকে তিনি তাঁর নানা কর্মের মধ্য দিয়ে সমৃদ্ধ করেছেন আমাদের। বিশ্বকবির ১৬৫তম জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে ‘রঙ বাংলাদেশ’ তাদের পোশাকের ডিজাইনে নিয়ে এসেছে কবির স্বাক্ষর, তাঁর মুখাবয়ব ও কবির রচিত গানের বাণীকে ব্যবহার করে নানা রঙের শাড়ি, টি-শার্ট, পাঞ্জাবিসহ ইত্যাদি পণ্য। আগ্রহীরা কবির জন্মদিনের আগেই ঘুরে দেখে আসতে পারেন দেশের প্রশংসিত ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেট। ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটে পাওয়া যাবে রবীন্দ্রজয়ন্তী আয়োজনের পোশাক। চাইলে ঘরে বসে অনলাইনেও কিনতে পারেন পছন্দের পোশাক। রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের জন্য সবাই মিলে একই রকম পোশাক পরতে পাইকারি দামেও পাওয়া যাবে ‘রঙ বাংলাদেশ’-এর আউটলেটে। v

সম্পর্কিত নিবন্ধ

  • আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
  • রবীন্দ্রজয়ন্তীতে ‘রঙ বাংলাদেশ’ এর আয়োজন