ইসলামী আন্দোলনের ফয়জুলকে মেয়র চেয়ে মামলা, আদালতের সিদ্ধান্ত পেছাল
Published: 24th, April 2025 GMT
ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র চেয়ে করা মামলাটি গ্রহণযোগ্য হবে কিনা- আদালত সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরও এক দফা তারিখ পুনর্নিধারণ করলো। নতুন তারিখ দেওয়া হয়েছে ৫ মে। আজ বৃহস্পতিবার মামলাটির তারিখ নির্ধারিত ছিল।
ফয়জুলের আইনজীবী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসের সমকালকে জানান, ৫ মে কেন পুনরায় তারিখ দেওয়া হলো সে বিষয়ে আদালত কোনো ব্যাখ্যা দেননি।
এদিকে মামলার নির্ধারিত তারিখ হওয়ায় ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী বৃহস্পতিবার দুপুরে আদালতপাড়ায় অবস্থান নিয়েছিলেন। এর আগে সকালে নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে গণমিছিল বের হয়। তারা আদালত সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউতে অবস্থান নেওয়ায় যানবহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।
২০২৩ সালের ১২ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী ফয়জুল করীম ৩৩ হাজার ৮২৮ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন। তিনি ইসলামী আন্দোলনের জেষ্ঠ নায়েবে আমীর। ওই নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ পেয়েছিলেন ৮৭ হাজার ৮০৮ ভোট। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই।
কারচুপির অভিযোগে নির্বাচনী ফল বাতিল করে ফয়জুলকে মেয়র ঘোষণা চেয়ে ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করা হয়। একই দাবি জানিয়ে বুধবার আরেকটি মামলা করেছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বন্ধুদের নিয়ে ‘উড়াল’
আট বছর আগে জোবায়দুর রহমানকে গল্পটা শুনিয়েছিলেন সম্রাট প্রামানিক। জোবায়দুর তখন সহকারী পরিচালক, স্বপ্ন চলচ্চিত্র নির্মাতা হওয়া। কয়েক বছর পর সত্যি সত্যিই যখন সিনেমা নির্মাণের কথা ভাবলেন, শুরুতেই তাঁর সেই গল্পের কথা মনে পড়ল। সম্রাটকে ফোন করলেন জোবায়দুর, চায়ের দোকানে বসে আবারও গল্পটা শুনলেন। ঠিক করলেন, এ গল্প থেকেই ছবি বানাবেন তিনি।
পেশাদার কোনো প্রযোজকের কাছে যাননি জোবায়দুর, নিজেরাই স্বাধীনভাবে ছবিটি নির্মাণ করেছেন; পাশে ছিলেন ভাই-বন্ধুরা। নির্মাতা বললেন, ‘এটাই আমার প্রথম নির্মাণ, আগে কোনো কাজ করিনি। কী করা যায়? আশপাশের ভাই–বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম। শরীফ সিরাজ, সম্রাট প্রামানিক, জহিরুল ইসলামসহ তিন-চারজন মিলে কাজটা শুরু করি।’ তাঁরা কেন বিনিয়োগ করলেন? এমন প্রশ্নের জবাবে নির্মাতা জোবায়দুর বলেন, ‘গল্পের কারণে আগ্রহী হয়েছেন তাঁরা।’
শুটিংয়র ফাঁকে তোলা ছবি