হাবিপ্রবির ২২ শিক্ষার্থী ইন্টার্নশিপ করতে থাইল্যান্ডে
Published: 24th, April 2025 GMT
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) ২২ শিক্ষার্থী থাইল্যান্ডের মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ইন্টার্নশিপ (ক্লিনিক্যাল ট্রেনিং) প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
গত মঙ্গলবার রাত ১১টায় হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো.
হাবিপ্রবির রেজিস্টার অধ্যাপক মো. জাহাঙ্গীর কবির জানান, ইন্টার্নশিপ (ক্লিনিক্যাল ট্রেনিং) প্রোগ্রামে হাবিপ্রবির ডিভিএম ১৭ ব্যাচ থেকে মোট ২২ শিক্ষার্থীকে নির্বাচন করা হয়েছে। তিনি বলেন, মঙ্গলবার রাতে তাঁরা থাইল্যান্ডে পৌঁছে গেছেন। বুধবার তাঁদের ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়ে ১২ মে পর্যন্ত চলবে। ইন্টার্নশিপটি মহাসারাখাম বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের অধীনে অনুষ্ঠিত হবে। যেখানে শিক্ষার্থীরা পোষা ও গৃহপালিত প্রাণীর অভ্যন্তরীণ চিকিৎসা, সার্জারি ও ইনপেশেন্ট কেয়ার সম্পর্কে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করবেন।
আরও পড়ুনইন্দোনেশিয়ার আইপিএস বৃত্তি, সুযোগ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে৮ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ২২ শ ক ষ র থ হ ব প রব র
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।