যেখানে অন্য শরণার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হচ্ছে অথবা প্রবেশে বাধা দেওয়া হচ্ছে, সেখানে দেশটির কর্মকর্তারা দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের আশ্রয় প্রার্থনার আবেদন যাচাই–বাছাই করার জন্য তাঁদের সাক্ষাৎকার নিচ্ছেন। শ্বেতাঙ্গদের দাবি, তাঁরা দক্ষিণ আফ্রিকায় ভূমি নিয়ে বিরোধ, অপরাধ ও বর্ণবাদের শিকার হচ্ছেন।

এ কারণে দক্ষিণ আফ্রিকার এসব শ্বেতাঙ্গ ব্যক্তি যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করছেন। এমন কয়েকজন আবেদনকারী প্রিটোরিয়ায় প্রথম দফা সাক্ষাৎকার দিয়েছেন। তাঁদের মধ্যে তিনজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ওই সাক্ষাৎকার তাঁদের কাছে ইতিবাচক মনে হয়েছে। কর্মকর্তারা তাঁদের এবং তাঁদের নিপীড়নের বর্ণনার প্রতি সহানুভূতিশীল মনোভাব দেখিয়েছেন।

এ বিষয়ে জানা আছে এমন এক ব্যক্তি বলেছেন, ৩০ জনের বেশি আবেদনকারী এরই মধ্যে অনুমোদন পেয়েছেন।

মার্ক নামে দক্ষিণ আফ্রিকার একজন কৃষক বলেছেন, ‘দূতাবাসের কর্মীরা অসাধারণ বন্ধুত্বপূর্ণ ছিলেন। আমি তাঁদের মধ্যে থাকা সহানুভূতি অনুভব করতে পারছিলাম।’

যেহেতু প্রক্রিয়াটি গোপনীয়, তাই মার্ক চাননি তাঁর পুরো নাম প্রকাশ করা হোক।

ট্রাম্প প্রশাসন ও প্রিটোরিয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে বা কতজনের সাক্ষাৎকার নেওয়া হয়েছে এবং কতজনকে অনুমোদন দেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হয়নি।

গত ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। ওই আদেশে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানার শরণার্থীদের পুনর্বাসনের আহ্বান জানানো হয়। ওই আদেশে বলা হয়, দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানাররা অন্যায্য জাতিগত বৈষম্যের শিকার।

দক্ষিণ আফ্রিকার যেসব নাগরিকের আদিপুরুষ ইউরোপ, বিশেষ করে নেদারল্যান্ডস থেকে এসে দেশটিতে বসতি স্থাপন করছেন, তাঁদের আফ্রিকানার বলা হয়। দেশটিতে বাণিজ্যিকভাবে কৃষি উৎপাদনের অনেকটাই আফ্রিকানারদের নিয়ন্ত্রণে।

দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ আফ্রিকানারদের নিয়ে ওই আদেশ জারির আগে নিরাপত্তা ও ব্যয় কমানোর কথা বলে ট্রাম্প যুক্তরাষ্ট্রে শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়ার সব আবেদনপ্রক্রিয়া স্থগিত করে দেন। এতে আবেদন যাচাই করা হয়েছে এবং অনুমোদন দেওয়া হয়েছে—এমন অনেক আফগান ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর নাগরিকসহ অন্যান্যের যুক্তরাষ্ট্রে প্রবেশ আটকে যায়। এসব আশ্রয়প্রার্থী নিজ দেশের লড়াই-সংঘাত থেকে প্রাণে বাঁচতে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনা করেছিলেন।

তাঁদের আবেদনপ্রক্রিয়া স্থগিত করে কেন দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়ার আবেদনের দিকে ট্রাম্প প্রশাসন অধিক গুরুত্ব দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টাদের একজন ইলন মাস্ক। মাস্ক দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ বংশোদ্ভূত। মাস্কের জন্ম দক্ষিণ আফ্রিকায়, শৈশবও সেখানেই কাটিয়েছেন।

আরও পড়ুনদক্ষিণ আফ্রিকার নিপীড়িত শ্বেতাঙ্গ কৃষকদের নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র০৯ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণ আফ্রিকার অনেক শ্বেতাঙ্গের মতো মাস্কও দাবি করেন, দেশটিতে শ্বেতাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়। এমনকি তাঁরা ‘শ্বেতাঙ্গ গণহত্যার’ শিকার। কয়েক বছর ধরে দক্ষিণ আফ্রিকায় উগ্র ডানপন্থীদের মধ্যে এই দাবি ছড়িয়ে পড়েছে।

দক্ষিণ আফ্রিকায় ‘দীর্ঘ দিন ধরে যাঁরা কৃষিকাজ করছেন, তাঁদের সঙ্গে ভয়ংকর আচরণ করা হচ্ছে’—এমন অভিযোগ তুলে ট্রাম্প দেশটির জন্য ত্রাণসহায়তা বন্ধ করে দিয়েছেন। এখানে দীর্ঘদিনের চাষি বলতে ট্রাম্প শ্বেতাঙ্গ আফ্রিকানার কৃষকদের কথা বলেছেন।

আরও পড়ুনআফ্রিকার সংখ্যালঘু শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের প্রস্তাব ট্রাম্পের০৯ ফেব্রুয়ারি ২০২৫

দক্ষিণ আফ্রিকা সরকার বলছে, দেশটির শ্বেতাঙ্গ সম্প্রদায়ের মধ্যে ৬০ শতাংশ আফ্রিকানার। তাঁরা দেশটির মোট জনসংখ্যার মাত্র ৭ দশমিক ২ শতাংশ।

আন্তর্জাতিক একাডেমিক জার্নাল দ্য রিভিউ অব পলিটিক্যাল ইকোনমির পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় গড়ে একটি শ্বেতাঙ্গ পরিবার একটি কৃষ্ণাঙ্গ পরিবার থেকে ২০ গুণ বেশি সম্পদের মালিক। শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের মধ্যে বেকারত্বের হারও কয়েক গুণ বেশি।

দক্ষিণ আফ্রিকার তিন-চতুর্থাংশ ব্যক্তিমালিকানার ভূমি এখনো শ্বেতাঙ্গদের মালিকানায় এবং তাদের উচ্ছেদের চেষ্টার কোনো লক্ষণও নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শরণ র থ

এছাড়াও পড়ুন:

সংগীতশিল্পী দীপ মারা গেছেন

র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

আরো পড়ুন:

৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।” 

দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।” 

তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” 

পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ভোররাতে রণক্ষেত্র: নরসিংদীতে নিহত ১, গুলিবিদ্ধ ৫
  • গাজায় ২৬ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার: জাতিসংঘ
  • গ্রাহকের কাছে পেয়ারা খেতে চায় জনতা ব্যাংকের কর্মকর্তা
  • গল্পটা এই ক্লাসরুম থেকেই শুরু: ইরফান সাজ্জাদ
  • রাশিয়ায় এক বাঙালি বিপ্লবীর খোঁজে
  • আপনার এত সাহস হয় কী করে, সাংবাদিককে নায়িকা
  • দুবাইয়ে বিকৃত যৌন ব্যবসা চক্রের প্রধানকে চিহ্নিত করল বিবিসির এক অনুসন্ধান
  • মহানবী (সা.)–এর ইন্তেকালের পরে শাসন নিয়ে যা ঘটেছে
  • কুবিতে নতুন ১৮ বিভাগ ও ৪ ইনস্টিটিউট চালুর সুপারিশ
  • সংগীতশিল্পী দীপ মারা গেছেন