ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে পাকিস্তানের তারকা ক্রিকেটার
Published: 25th, April 2025 GMT
ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক নিদা দার। মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান এই অভিজ্ঞ অলরাউন্ডার। সেখানে নিদা লেখেন, ‘অত্যন্ত সতর্কতার সঙ্গে চিন্তা করে আমি ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে নিজের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি। সাম্প্রতিক কিছু পেশাগত ও ব্যক্তিগত চ্যালেঞ্জ আমার উপর প্রভাব ফেলেছে, তাই নিজের দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করছি।’
নিদা তার পোস্টে বিরতির সময় গোপনীয়তা রক্ষার অনুরোধ জানান এবং জানান, প্রিয়জনদের সহযোগিতায় তিনি ঘুরে দাঁড়াতে চান। তবে কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে কিছু জানাননি।
কদিন আগেই আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য পাকিস্তান স্কোয়াডে ডাক পেলেও ফিটনেস ঘাটতির কারণে বাদ পড়েন নিদা। এরপরই গুঞ্জন শুরু হয়, হয়তো বড় কোনো সিদ্ধান্ত নিচ্ছেন পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ এই নারী ক্রিকেটার।
জাতীয় দল থেকে বাদ পড়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘরোয়া ক্রিকেটের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে খেলতে আমন্ত্রণ জানায় নিদাকে। কিন্তু তিনি তাতেও সাড়া দেননি। একইভাবে নারীদের ফয়সলাবাদ ক্যাম্প থেকেও নিজেকে সরিয়ে রাখেন।
উল্লেখ্য, নিদা দার পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্বও রয়েছে তার। ওয়ানডেতেও পাকিস্তানের মাত্র চারজন নারী ক্রিকেটার ১০০ উইকেট নিয়েছেন, তাদের মধ্যে নিদা অন্যতম।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়