খবরের জন্য আর অপেক্ষা করতে চান না পাঠক, পাঠকের এ চাওয়াকে হৃদয়ঙ্গম করেই অনলাইন গণমাধ্যমের সৃষ্টি ও প্রসার। অনলাইন এখন নানা উপায়ে পাঠকের হাতের নাগালে দ্রুততম সময়ে পৌঁছে দিচ্ছে খবর।  শেষ হয়েছে খবরের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষার দিন। অনলাইন গণমাধ্যমের কল্যাণে মুহূর্তেই বিভিন্ন খবর এখন পৌঁছে যাচ্ছে পাঠকের কাছে।

ফলে অনলাইন গণমাধ্যম ক্রমেই হয়ে উঠছে মানুষের ভরসাস্থল। অনলাইন গণমাধ্যম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিন রাত ২৪ ঘণ্টাই সংবাদ পরিবেশনে সক্ষম। যার কারণে পাঠক যেকোনো সময়ের সংবাদ মুহূর্তেই পেয়ে যান।

এ সময়ের পাঠকপ্রিয় নিউজপোর্টাল রাইজিংবিডির ১৩ বছরে পদার্পণে সূত্র ধরেই এত কথা বলা।

‘পজিটিভ বাংলাদেশ’ স্লোগানে ইতিবাচক সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল নিউজপোর্টাল রাইজিংবিডি’র। আজ ১২টি বছর পূর্ণ করে পা রাখলো গৌরবের ১৩তম বছরে। অর্থাৎ যুগ পূর্ণ করলো রাইজিংবিডি। নিঃসন্দেহে এ পথচলা এ সাফল্য মহা গৌরবের।

বিশ্বাসের সঙ্গে বড় গলায়ই বলা যায়- জনপ্রিয় এ নিউজ পোর্টালটি বিশ্বস্ততার সঙ্গে পরিচ্ছন্ন সংবাদ পরিবেশনার মধ্য দিয়ে সুনামের সঙ্গেই পূর্ণ করেছে এই মূল্যবান ১২টি বছর। রাইজিংবিডিকে স্পর্শ করতে পারেনি কোনো রকমের বিতর্ক বা অভিযোগ ।

২০১৩ সালের ২৬ এপ্রিল পথচলা শুরু করে রাইজিংবিডি। দীর্ঘ পথচলায় নিউজ পোর্টালটি এখন কোটি কোটি মানুষের প্রিয় সংবাদ মাধ্যম। আজ যুগপূর্তির এ মাহেন্দ্রক্ষণে দেশ-বিদেশে রাইজিংবিডি’র অগনিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভান্যুধায়ীদের প্রতি আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ সকলের ভালবাসা ও অংশগ্রহণের জন্যই রাইজিংবিডি আজ অনন্য উচ্চতায়।

এমন গৌরবের দিনে আমরা বলতে পারি, চালু হওয়ার অল্প দিনের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে রাইজিংবিডি ডটকম। পাঠকের চাহিদা অনুযায়ী নিউজ পোর্টালটিতে বিন্যাসিত রয়েয়েছে অনেকগুলো জনপ্রিয় বিভাগ। সেগুলো হচ্ছে : সাহিত্য, বিনোদন, খেলাধুলা, আন্তর্জাতিক, নারী ও শিশু, ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, ব্যাংক-বিমা, শেয়ারবাজার, শিল্পকারখানা, করপোরেট কর্নার, কৃষি, রাজনীতি, কূটনীতি, বিজ্ঞান-প্রযুক্তি, স্বাস্থ্য, পরিবেশ, লাইফস্টাইল, শিক্ষা, ভ্রমণ, মতামত, সাক্ষাৎকার, মিডিয়া, আইন ও অপরাধ, প্রবাস, ছবিঘর, ‘সাতসতেরো’, ‘অন্যদুনিয়া’, ‘দেহঘড়ি’ রাইজিংবিডি স্পেশাল ও পজিটিভ বাংলাদেশ। প্রকাশ হচ্ছে বিশেষ দিনে বিশেষ বিশেষ সংখ্যা।

পাঠকের চাহিদা পূরণে লাইভ সংবাদ এখন এ পোর্টালটির নিয়মিত অনুষঙ্গ। সময়ের সঙ্গে তালমিলিয়ে নিত্যনতুন পরিকল্পনায় প্রতিদিনই সমৃদ্ধ হচ্ছে রাইজিংবিডি।

রাইজিংবিডি নিউজ পোর্টালটির আরেকটি বৈশিষ্ট হচ্ছে- যে সংবাদ মাধ্যমটি শুধু সংবাদ পরিবেশন করেই থেমে থাকে না, বরং সমাজ ও মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসারও অনেক নজির রয়েছে। এরই মধ্যে বাংলাদেশের শীর্ষ অনলাইন দৈনিকগুলোর মধ্যে রাইজিংবিডি নিজের যোগ্যতম অবস্থান তৈরি করতে পেরেছে। রাইজিংবিডি বর্তমানে অগ্রসর ও আধুনিক পাঠকের পোর্টাল। রাইজিংবিডির স্লোগান হলো দেখুন, পড়ুন, লিখুন। সংবাদ মাধ্যমটিতে সবাই লিখতে পারেন। আমাদের আরও গর্ব যে রাইজিংবিডি ডটকম এখন সরকারি নিবন্ধনভূক্ত অনলাইন নিউজপোর্টালগুলোর অন্যতম একটি।

প্রতিষ্ঠার যুগ পার হয়ে এসেও রাইজিংবিডি সব খবর সবার আগে পাঠকের কাছে পৌঁছে দিতে সবসময়ই বদ্ধপরিকর। আগামীর দিনগুলোতে পাঠকের ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় রাইজিংবিডির।

ঢাকা/টিপু

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প র ণ কর সময় র

এছাড়াও পড়ুন:

কর্মক্ষেত্রে অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন

শ্রমিক অধিকার আদায়ের দিন মহান মে দিবস আজ। কর্মক্ষেত্রে বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন। অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য– ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। দিনটি উপলক্ষে বুধবার দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে  অর্থনীতিকে এগিয়ে নিতে মে দিবসের গুরুত্ব অপরিসীম; দেশের টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

সরকারি অন্য কর্মসূচির মধ্যে রয়েছে– সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শোভাযাত্রা। শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এর উদ্বোধন করবেন।

মে দিবস উপলক্ষে গতকাল দেওয়া বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ দুঃখ-কষ্টে জীবনযাপন করছেন। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়। এখন শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বার্তায় এ তথ্য জানানো হয়।

রাজনৈতিক দলের কর্মসূচি 

আজ দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারা। এতে ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী অংশ নেবেন।

এ উপলক্ষে গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন হয়। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে, শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আজ সকাল ৯টায় পল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। উপস্থিত থাকবেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

সম্পর্কিত নিবন্ধ

  • কর্মক্ষেত্রে অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন