যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের দশম শ্রেণির শিক্ষার্থীদের ছাড়পত্রের (e-TC) অনুমতির জন্য অনলাইনে আবেদন চলছে। আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

কিছু তথ্য–

১. কোনো অবস্থাতেই উল্লেখিত সময়ের পর ছাড়পত্রের (e-TC) অনুমতি প্রদান করা হবে না।

২. উল্লেখিত সময়ের পর সব প্রতিষ্ঠানপ্রধানকে কোনো অবস্থাতেই ছাড়পত্রের আবেদনে সুপারিশ/স্বাক্ষর না করার জন্য বলা হয়েছে।

৩.

একটি বিদ্যালয়ে একটি শ্রেণিতে ১৫ জনের বেশি শিক্ষার্থী ছাড়পত্রের (e-TC) মাধ্যমে ভর্তি হতে পারবে না।

৪. অন্য বোর্ড থেকে আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের বোর্ডের নিবন্ধন রসিদপ্রাপ্তির পর যশোর বোর্ডে জমা দিতে হবে।

৫. শিক্ষার্থীর বিভাগ ও বিষয় ভর্তি-ইচ্ছুক বিদ্যালয়ে অধ্যয়নের জন্য বোর্ডের অনুমতি থাকলেই ভর্তি করা যাবে।

৬. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করা ভিন্ন অন্য কোনো ব্যক্তি তাঁর পোষ্যকে যুক্তিসংগত কারণ থাকলে ৮০০ টাকা ফি প্রদান করে যশোর বোর্ডের অধীন যেকোনো বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে ছাড়পত্রের (e-TC) অনুমতিপ্রাপ্তির আবেদন করতে পারবেন।

আরও পড়ুনএসএসসি পরীক্ষা ২০২৫: পদার্থবিজ্ঞানে ভালো নম্বর পেতে হলে২৫ এপ্রিল ২০২৫অনলাইনে আবেদন এবং সোনালি সেবার নিয়ম–

বোর্ডের ভেতরে (e-TC) এবং আন্তবোর্ড বদলি/ছাড়পত্র (e-BTC) অনলাইনে আবেদন এবং সোনালি সেবা করার নিয়মাবলি দেওয়া হলো।

১. যশোর বোর্ডের ওয়েবসাইট ভিজিট করতে হবে।

২. বাঁ পাশে Our Service থেকে Institute Panel বাটনে ক্লিক করতে হবে।

৩. প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন হবে।

৪. বাঁ পাশের মেনুবার থেকে e-TC Application থেকে Creat Application মেনুতে ক্লিক হবে।

৫. আবেদন ফরম পূরণ করে সাবমিট করতে হবে। সাবমিট করার পর সোনালি সেবা প্রিন্ট করে সোনালী ব্যাংকে ফি জমা করতে হবে।

৬. সোনালী ব্যাংকে ফি জমা হলে এবং ভর্তি-ইচ্ছুক বিদ্যালয় কর্তৃক অনলাইনে একই প্যানেল থেকে গ্রহণ করলে (Accept) স্বয়ংক্রিয়ভাবে (e-TC) আবেদন অনুমোদন হয়ে যাবে। অনুমোদনের পর একই প্যানেল থেকে চিঠি প্রিন্ট করা হবে।

৭. আন্তবোর্ড ই-বিটিসির (e-BTC) ক্ষেত্রে ওপরে বর্ণিত একই পদ্ধতি অনুসরণ করতে হবে। তবে ভর্তি-ইচ্ছুক বিদ্যালয় কর্তৃক অনলাইনে (Accept) করার প্রয়োজন নেই।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট:

আরও পড়ুনবেসরকারি এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীর উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার২ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ড়পত র র র জন য সরক র

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা