ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ন্যাচারাল গ্রুপের ‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেড’ কারখানাটি বন্ধ ঘোষণার এক দিন পর আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার এক নোটিশে কাল সোমবার থেকে কারখানা খোলা থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে শ্রমিকদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা ও ধর্মঘটের অভিযোগ তুলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬–এর ১৩(১) ধারায় গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। পূর্বঘোষণা ছাড়াই কারখানার ফটকে ওই নোটিশ দেখতে পেয়ে শ্রমিকেরা কয়েক ঘণ্টা অবস্থানের পর বাড়িতে ফিরে গিয়েছিলেন।

আজ রোববার কারখানার সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ মিলাদুল হুদা স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘ন্যাচারাল উল ওয়্যারস লিমিটেডে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে কারখানার ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) মো.

রায়হান ইবনে রহমান, জেনারেল ম্যানেজার জয়ন্ত বোস, আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ, কারখানার সহকারী পরিচালক (প্রশাসন) সৈয়দ মিলাদুল হুদা, জেনারেল ম্যানেজার আল-জুবায়ের, শ্রমিক অংশগ্রহণকারী কমিটির সব সদস্য এবং সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার উপস্থিতিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের আলোচনার মাধ্যমে সর্বসম্মতিতে ২৮ এপ্রিল, সোমবার থেকে কারখানা খোলা থাকবে। সবাইকে যথাসময়ে কারখানায় উপস্থিত হয়ে উৎপাদন কার্য পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হলো।’

কারখানার একাধিক শ্রমিক জানান, গতকাল সকালে কারখানার সামনে গিয়ে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান তাঁরা। পরে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানার পাশে একটি মাঠে অবস্থান করে ফিরে যান। বিকেলের দিকে আবার কারখানার সামনে গেলে পুলিশ ও কারখানার কয়েকজন কর্মকর্তা মালিকের সঙ্গে কথা বলে কারখানা খোলার তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানান। আজ সকালে কারখানার সামনে গিয়ে জানতে পারেন, কাল (সোমবার) থেকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরে কারখানার একাধিক কর্মকর্তা শ্রমিকদের কাল থেকে কাজে যোগ দেওয়ার কথা জানান।

ন্যাচারাল গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও কমপ্লায়েন্স) মো. রাকিবুল আহসান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সঙ্গে বেতন–সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ভুল–বোঝাবুঝি হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কারখানার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান হওয়ায় কাল থেকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুনআশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য একটি কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের অবস্থান২৬ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত র সহক র র জন য

এছাড়াও পড়ুন:

বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম

১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক

সম্পর্কিত নিবন্ধ