‘প‌তিত সরকা‌রের দোসর’ ট্যাগ দি‌য়ে ঢাকায় সুন্নী মহাসমা‌বেশ বানচালের চেষ্টা ব্যর্থ হয়েছে দাবি করে আধিপত্যবাদ-বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের উদ্যোক্তারা বলেছেন, ব্যাপক অপপ্রচারের পরও রোহিঙ্গাসহ ফিলিস্তিন, ভারতের নিপীড়তি মুসলিম বিশ্বের পক্ষে সংহতি মহাসমাবেশ অত্যন্ত সফল ও সার্থক হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ স‌ম্মেল‌নে এসে এসব তথ্য তুলে ধরেন ২৬ এপ্রিলের মহাসমাবেশের উদ্যোক্তরা।

তারা বলেছেন, মহাসমাবেশ বানচাাল কর‌তে চে‌য়ে‌ছিল স্বার্থা‌ন্বেষী এক‌টি মহল। প‌থে প‌থে বাধা, হুম‌কি, সামা‌জিক যো‌গা‌যোগ মাধ্যমে ব্যাপক অপপ্রচা‌রের পরও দে‌শের সুন্নী জনতা এই মহাসমা‌বেশে যোগ দি‌য়ে‌ছেন। 

সংবাদ স‌ম্মেল‌নে লি‌খিত বক্তব্য পাঠ করেন সৈয়দ মুহাম্মদ হাসান আল আযহারী। তিনি বলেন, “আমা‌দের ম‌ধ্যে সাবেক সরকারের কোনো দোসর নেই, সমাবেশে উপ‌স্থি‌তি‌ হওয়াদের ম‌ধ্যেও দোসর ছিলেন না।”

সাংবা‌দিক‌দের বি‌ভিন্ন প্রশ্নের উত্তর দেন সৈয়দ সাইফুল ইসলাম বারী, শফিক আল মোজাদ্দেদী, আব্দুল মুস্তফা রাহিম আযহারী, ইমরান হুসাইন তুষার ও সৈয়্যদ গোলাম আজহারী।

স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃ‌তি দা‌বি ক‌রে সংবাদ স‌ম্মেল‌নে হাসান আযহারী ব‌লেন, “গাজার মানুষের মুক্তি চাই। গাজায় চলমান গণহত্যার যথাযোগ্য বিচার চাই। আমরা ইন্ডিয়ায় মুসলমানদের নাগরিক অধিকার চাই। ইন্ডিয়ায় মুসলমানদের মাজার-দরগাহ-খানকাহয় মোদি সরকারের হামলার প্রতিবাদ করি। আমরা ভারতে অসাংবিধানিক ওয়াকফ বিল বাতিল চাই।”

“আমরা নিরাপদে রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে প্রত্যাবাসন নিশ্চিত করার দাবি জানাই। আমরা জুলাইয়ে আন্দোলনে রোহিঙ্গা শহীদ নূর মোস্তফার সম্মানের সহিত রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। আমরা বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমানদের মাজার-দরগায় হামলার তীব্র প্রতিবাদ জানাই ও এর যথাযথ প্রতিকার দাবি করছি,” যোগ করেন হাসান আযহারী।

বিগত ১৫ বছরের স্বৈরাচারী জুলুম নির্যাত‌নে শহীদ নুরুল ইসলাম ফারুকী, বিশ্বজিৎ দাশ, শহীদ আবরার ফাহাদ, আ্যডভোকেট আলিফ, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিনসহ সব শহীদের রুহের মাগফিরাত কামনা ক‌রে এসব হত্যাকাণ্ডের যথাযোগ্য বিচার দা‌বি ক‌রা হয় সংবাদ সম্মেলনে। 

শনিবারের (২৬ এপ্রিল) সমবাশে নিয়ে হাসান আযহারী ব‌লেন, ‍‍“আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফিলিস্তিন, ইন্ডিয়া ও রোহিঙ্গাসহ নিপীড়িত মুসলিম বিশ্বের পক্ষে সংহতি সমাবেশ হয়েছে ‌আধিপত্যবাদবিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আয়োজনে।”

“বৃহত্তর ঐক্যের স্বার্থে সব ধরনের প্রোপাগান্ডা ও ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে আধিপত্যবাদ ও জুলুমের বিরুদ্ধে আমাদের অবস্থান ও বাংলাদেশ পুনর্গঠনে আমাদের লড়াই অব্যাহত থাক‌বে," যোগ করেন তিনি।

সুন্নী‌দের ম‌ধ্যে কো‌নো বি‌ভেদ নাই দা‌বি ক‌রে সৈয়দ সাইফুল ইসলাম বারী ব‌লেন, ‍“সুন্নী কমিউনিটির অনেক দরবার, পীর মাশায়েখ, সংগঠন ও সংগঠক বৃহত্তর ঐক্যের স্বার্থে আমাদের আহ্বানে সাড়া দিয়ে আধিপত্যবাদবিরোধী মুসলিম ঐক্য মঞ্চের ব্যানারে একত্রিত হয়ে সকল প্রকার জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে একত্রিত হয়ে আমাদের আয়োজনকে বেগবান করতে আন্তরিক শ্রম দিয়েছেন- প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি। সুন্নী কমিউনিটি ২৬ এপ্রিল যুগান্তকারী ইতিহাস রচনা করেছে। ২৬ সবার। রেসালতের স্পৃহায় উদ্বেলিত প্রত্যেক আশিকে রাসুলের ২৬ এপ্রিল।"

আব্দুল মুস্তফা রাহিম আযহারী ব‌লেন, ‍“এই আয়োজনের পেছনে প্রশাসনিক অনুমতি, মাঠপর্যায়ের কাজ, অনলাইন প্রচার, উপস্থিত বাংলাদেশ পীর মাশায়েখ আলেম-ওলামা, সংগঠক এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী বিশেষত দরবারে সিরিকোট, শর্ষিণা, মাইজভান্ডার, গুরুছাড়, মির্জাখিল, শাহপুর, সোনাকান্দা, সিরাজনগর, ফুলতলী, ফান্দাউক, খাব্দুরা, এনায়েতপুর, অলিতলা, জৈনপুর, আটরশি, শম্ভুগঞ্জ, কুতুবিয়া মাতুআইল, কুতবদিয়া মালেক শাহ, দরবারে হাশেমীয়া, আল আমিন বারিয়া, মহুরীখোলা, মিরসরাই লতিফিয়া, মমতাজিয়া, মদিনার জামাত, কামাল্লা, কচুয়া দরবারসহ আপামর সুন্নী জনতার প্রতি কৃতজ্ঞতা জানা‌চ্ছি।”

সময় স্বল্পতার দরুন প্রয়োজনীয় আয়োজনের ব্যবস্থা নিতে না পারায় উপস্থিত পীর-মাশায়েখ ও আলেম-ওলামাসহ সম্মানিত ব্যক্তিদের যথার্থ আতিথেয়তা ও সম্মান দেখা‌তে না পারায় সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ ক‌রে‌ন সমাবেশের অন্যতম উ‌দ্যোক্তা শফিক আল মোজাদ্দেদী ও ইমরান হুসাইন তুষার।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম দ র দরব র

এছাড়াও পড়ুন:

জেলা কৃষকদলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষকদলের আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে একটি পক্ষের ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া।

মঙ্গলবার (২৯ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রেসক্লাবে জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন মিয়া আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে এই সংবাদ সম্মেলন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের সদস্য সচিব আলম মিয়া, যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, ফজলু মেম্বার, মনির মল্লিক, শাহাদাত হোসেন, ওবায়দুর রহমান, শাহ আল বেপারী, সেলিম হোসেন দিপু।

সংবাদ সম্মেলনে শাহীন মিয়া বলেন, কোন চাঁদাবাজ, দখলবাজ ও স্বৈরাচারের দোসর এদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র যেকোনো অঙ্গ সংগঠনের পদে থাকতে পারে না। নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি হিসেবে আমার সংগঠনে যারা চাঁদাবাজ, দখলবাজ স্বৈরাচারের দোসর আমি তাদেরকে বহিষ্কার করেছি। 

আওয়ামীলীগের সাথে শাহীনের সংশ্লিষ্টতার অভিযোগ আনাদের ব্যাপারে পাল্টা তিনি বলেন, রূপগঞ্জ থানার সাবেক সভাপতি নজরুল ইসলামকে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর, দলীয় নেতাকর্মীদের নির্যাতন ও সাংগঠনিক দূর্বলতার কারণে তাকে ৩০ নভেম্বর ২০২৩ সালে সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। 

এছাড়াও বিএনপির অসহযোগ আন্দোলনে নজরুলের কোন প্রকার সম্পৃক্ততা ছিল না। সে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম হত্যা মামলার আসামি রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিনের যোগসাজসে রূপগঞ্জ ইউনিয়নের একাধিক মৌজার আবাদী জমিতে বালি ভরাট করে সাধারণ কৃষকের দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল। 

এছাড়াও অসহায় ও সাধারন মানুষের বসতবাড়ি সহ জবরদখল করে নেয় তারা। নজরুল দোসরদের আস্থাভাজন হওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের উপর বিভিন্ন প্রক্রিয়ায় নির্যাতন করেছিল। এভাবে বিগত ১৭ বছরে স্বৈরাচার সরকারের আস্থাভাজন হয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন এই নজরুল। সে হলো মৌসুমী পাখি। 

তিনি বলেন, ১৭ টি বছর জুলুম নির্যাতন সহ্য করে এই নারায়ণগঞ্জে কৃষক দলকে হাতের মুঠোয় রেখেছি আজ সেই কৃষক দলের ভাবমূতি ক্ষুন্ন করতে এই নজরুল স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনের মানহানি করেছে।

আমি এরই মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানাচ্ছি এবং তার বিরুদ্ধে কৃষক দলের কেন্দ্রীয় পর্যায়ে থেকে ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিষয়টি আমি আমার হাইকমান্ডকে অবগত করেছি।

তিনি আরও বলেন, রূপগঞ্জ ইউনিয়নের সাবেক সভাপতি সার্জন মোমেনকে চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় শৃংখল বঙ্গের দায়ে ১০ই এপ্রিল সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়। সে বিগত সতেরো বছর নেতাকর্মীদের নির্যাতন করে নিজের স্বার্থ হাসিল করেছে। ৫ ই আগস্টের পর ৪০ বিঘা জমির উপর মাছের প্রজেক্ট দখল করে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন মোমেন। 

স্বৈরাচার শেখ হাসিনার সময় সে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন তার নিজের জন্য। এখনো সে এলাকায় সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করছে এর যথেষ্ট প্রমাণ আমার কাছে এসেছে এবং অনেক সাধারণ মানুষ তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। যে সমস্ত মানুষ কোন দল করে না দল বুঝেনা। এ সমস্ত অভিযোগের কারণে তাকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নজরুলসহ কৃষকদলের বেশ কয়েকজন নেতা সংবাদ সম্মেলন করেন। এসময় শাহীনের বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজনকে টাকার বিনিময়ে পুনর্বাসনসহ বেশ কিছু অভিযোগ  আনেন তারা।
 

সম্পর্কিত নিবন্ধ

  • জেলা কৃষকদলের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন