দেশের স্বার্থেই আরাকান আর্মির সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকা যাবে না: তৌহিদ হোসেন
Published: 27th, April 2025 GMT
বাংলাদেশের স্বার্থেই মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকা যাবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, মিয়ানমারের আরাকান আর্মির মতো একটি নন স্টেট অ্যাক্টরের (রাষ্ট্রবহির্ভূত পক্ষ) সঙ্গে বাংলাদেশ আনুষ্ঠানিক যোগাযোগ রাখতে পারে না। কিন্তু দেশের স্বার্থেই গোষ্ঠীটির সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন থাকতে পারে না।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
বিশ্লেষকদের আশঙ্কা মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশ জড়িয়ে পড়ছে। আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগের কথা বলা হচ্ছে। এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারটা পরে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত তো আমাদের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। মিয়ানমারের একটি বিরাট জনগোষ্ঠী তো আমাদের এখানে আশ্রয় নিয়ে আছে। এবং আমরা তাদের ফেরত পাঠাতে চাই। তাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আমাদের যা কিছু করা প্রয়োজন সেটা তো আমাদের করতে হবে। কারণ, আমাদের স্বার্থ তো সেখানে সংশ্লিষ্ট আছে।’
সম্প্রতি আরাকান আর্মির বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের পুরোটা নিয়ন্ত্রণে নেওয়ার কথা উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিশেষ করে বাংলাদেশের সীমান্তের পরিস্থিতি তো পরিবর্তিত হয়ে গেছে। এটা আমরা অস্বীকার করতে পারব না। এখানে একটি নন স্টেট অ্যাক্টরের (রাষ্ট্রবহির্ভূত পক্ষ) আমাদের সম্পূর্ণ সীমান্তের (অন্য পাশ) নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে (বাংলাদেশ–মিয়ানমার) কেন্দ্রীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। কাজেই আমাদের নিজেদের স্বার্থেই কোনো না কোনো যোগাযোগ.
মিয়ানমারের রাখাইন রাজ্যের বেসামরিক লোকজনের জন্য বাংলাদেশ মানবিক করিডর চালুর অনুমতি দিচ্ছে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘নীতিগতভাবে আমরা এ বিষয়ে সম্মত। এটা মানবিক সহায়তার চ্যানেল হবে। কিন্তু এটার ব্যাপারে আমাদের কিছু শর্তাবলি আছে। সেই শর্তাবলি পালিত হলে আমরা অবশ্যই সহযোগিতা করব।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর ক ন আর ম র পরর ষ ট র আম দ র
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে