বন্দরে বেপরোয়া অটো গাড়ি ও মিশুকের মুখোমুখি সংঘর্ষে ফটোসাংবাদিক মেহেদী হাসান রিপনের জামাতা ও শিশু নাতনিসহ ৪ জন রক্তাক্ত জখম হয়েছে। আহত ৪ জনের মধ্য মিশুক যাত্রী ২ জনের নাম পরিচয় পাওয়া গেলেও আহত মিশুক চালক ও অটো চালকের নাম পরিচয় তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।

আহতরা হলো, বন্দর উপজেলার আলীনগর এলাকার এবাদুল্লাহ মিয়ার ছেলে শাওন (২৫) ও তার মেয়ে আফরিন (৫)। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। গত শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টায়  বন্দর থানার ৩য় শীতলক্ষ্যা সেতু নিচে মদনগঞ্জ গাউস দরবার শরীফের সামনে এ র্দূঘটনাটি ঘটে।

আহত মিশুক যাত্রী শাওন গণমাধ্যমকে জানান, আমার মেয়েকে সাথে নিয়ে  নিজ বাড়ি  থেকে মিশুক যোগে  শ্বশুরবাড়ী মাহামুদনগর এলাকায় যাওযার সময় বেপরোয়া গতিতে আসা একটি অটো গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে আচমকা মিশুককে সামনের দিকে ধাক্কা দেয়। 

এ ঘটনায় আমি ও আমার মেয়েসহ উভয় গাড়ী চালক মারাত্মক ভাবে জখম হয়। পথচারিরা আমাকে ও আমার মেয়েকে রক্তাক্ত অবস্থায়  উদ্ধার বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বাকী আহতদের অন্যান্য হাসপাতালে প্রেরণ করেছে স্থানীয়রা। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।

নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।

আরো পড়ুন:

হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২

স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’

ঢাকা/শংকর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় দুরপাল্লার শিক্ষা সফর বাতিল ঘোষণা
  • সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত