আর্জেন্টাইন কিংবদন্তিকে টপকে সালাহ এখন ইংল্যান্ডের ‘বিদেশি রাজা’
Published: 28th, April 2025 GMT
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত এক মৌসুম পার করছেন মোহাম্মদ সালাহ। লিভারপুলকে আবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বানানোর পেছনে বড় ভূমিকা তাঁর, মৌসুমের শুরু থেকে একের পর এক গোল করে যাচ্ছেন এই মিসরীয় ফরোয়ার্ড।
শুধু গোল করাতেই নয়, করানোতেও বাকিদের চেয়ে বেশ এগিয়ে সালাহ। এ মৌসুমে এখন পর্যন্ত ২৮ গোল ও ১৮টি গোলে সহযোগিতাসহ ৪৬ গোলে অবদান রেখেছেন তিনি, যা প্রিমিয়ার লিগে ৩৮ ম্যাচের মৌসুমে কোনো ফুটবলারের সর্বোচ্চ অবদানও বটে।
তবে গতকাল টটেনহামের বিপক্ষে লিভারপুলের শিরোপা নিশ্চিত করার পথে করা দলের চতুর্থ গোলটি নিশ্চিতভাবেই সালাহর জন্য বিশেষ। এই গোলের মধ্য দিয়ে ইংল্যান্ডে বিদেশি খেলোয়াড় হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তি সের্হিও আগুয়েরোকে টপকে গেলেন সালাহ।
আরও পড়ুন২০২৭ সাল পর্যন্ত লিভারপুলে সালাহ১১ এপ্রিল ২০২৫২৭৫ ম্যাচে ১৮৪ গোল নিয়ে এত দিন পর্যন্ত সবার ওপরে ছিলেন ম্যানচেস্টার সিটির হয়ে ইতিহাস গড়া আগুয়েরো। কিন্তু লিভারপুলের হয়ে দুবার লিগ জেতা সালাহর গোল এখন ২৯৭ ম্যাচে ১৮৫টি। চেলসি এবং লিভারপুলের হয়ে এই গোলগুলো করেছেন সালাহ। যেখানে লিভারপুলের হয়ে ১৮৩ গোল এবং চেলসির হয়ে ২টি গোল।
সালাহর গোল উদ্যা্পন.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস