বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব (পিএস) মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
৬ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে হাসনাত মোর্শেদকে কী কারণে উপদেষ্টার একান্ত সচিবের পদ থেকে সরানো হয়েছে, সে বিষয়ে কিছু বলা হয়নি।
বিসিএস ২৮তম ব্যাচের কর্মকর্তা হাসনাত মোর্শেদ গত বছরের ১৮ আগস্ট ফাওজুল কবির খানের পিএস হিসেবে নিয়োগ পেয়েছিলেন।
উপদেষ্টাদের পছন্দ অনুযায়ী উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে তাদের একান্ত সচিব নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ওই প্রজ্ঞাপনে বলে দেওয়া হয়, উপদেষ্টা যত দিন পদে থাকবেন অথবা পিএস হিসেবে কাউকে রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, তত দিন পর্যন্ত পিএস পদে থাকবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ব ল ন উপদ ষ ট উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
তিন জেলার ডিসি প্রত্যাহার
দেশের তিন জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। জেলাগুলো হলো কক্সবাজার, চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুর। তাঁদের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে যুগ্ম সচিব হিসেবে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’–এ দায়িত্ব পালনের লক্ষ্যে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আবদুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আর মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক করা হয়েছে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নানকে।
কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহউদ্দিনকে যুগ্ম সচিব হিসেবে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’–এ দায়িত্ব পালনের লক্ষ্যে অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আবদুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আর মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
অন্যদিকে কক্সবাজারের নতুন জেলা প্রশাসক করা হয়েছে জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব (উপসচিব) মো. আ. মান্নানকে।